ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান; ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ছয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক ঘিরে সবার নজর এখন লন্ডনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় এক দিনে ১০৩ জন ফিলিস্তিনি নিহত ইসরায়েলি হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে তেহরান ইসরায়েলকে ‘ভয়াবহ পরিণামের’ হুঁশিয়ারি দিলেন খামেনি ইরানের রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো তৃতীয় ধাপে আক্রমণ শুরু করেছে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র যতক্ষণ প্রয়োজন ইরানে হামলা চলবে: নেতানিয়াহু

অস্ট্রেলিয়াগামী আড়াই লাখ করোনার ভ্যাকসিন আটকে দিল ইতালি

অস্ট্রেলিয়াগামী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের একটি চালান আটকে দিয়েছে ইতালি। ওই চালানটির ভ্যাকসিন ইতালির একটি কারখানায় উৎপাদন করা হয়েছিল। ইতালির কারখানায় উৎপাদিত আড়াই লাখ ডোজ অস্ট্রেলিয়ার পথে আটকে দিল তারা। তবে অস্ট্রেলিয়া জানিয়েছে, একটি চালান না আসাতে তাদের ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিতে খুব বড় প্রভাব পড়বে না।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুসারে ভ্যাকসিন সরবরাহে কোম্পানিগুলো ব্যর্থ হলে এ অঞ্চলে উৎপাদিত ভ্যাকসিন রফতানিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রথম ইউরোপীয় দেশ হিসেবে এর আওতায় এমন পদক্ষেপ নিলো ইতালি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। ইউরোপীয় কমিশন ইতালির এই পদক্ষেপকে সমর্থন দিয়েছে বলেও জানিয়েছে তারা।

জানুয়ারি তৎকালীন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সরবরাহে বিলম্ব অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছিলেন। কোম্পানি দুটির বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগও করেন তিনি।

করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগে মন্থর গতির জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছে ইইউ। ব্লকটির ভ্যাকসিন কর্মসূচি গত জুনে গ্রহণ করা হয়। সদস্য রাষ্ট্রগুলোর জন্য ভ্যাকসিন কিনছে ইউরোপীয় কমিশন।

অস্ট্রেলিয়াগামী ভ্যাকসিন চালান ইতালির আটকে দেওয়ার বিষয়ে ইইউ বা অ্যাস্ট্রাজেনেকার কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয়

ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান; ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে

অস্ট্রেলিয়াগামী আড়াই লাখ করোনার ভ্যাকসিন আটকে দিল ইতালি

Update Time : ০৬:৪৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১

অস্ট্রেলিয়াগামী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের একটি চালান আটকে দিয়েছে ইতালি। ওই চালানটির ভ্যাকসিন ইতালির একটি কারখানায় উৎপাদন করা হয়েছিল। ইতালির কারখানায় উৎপাদিত আড়াই লাখ ডোজ অস্ট্রেলিয়ার পথে আটকে দিল তারা। তবে অস্ট্রেলিয়া জানিয়েছে, একটি চালান না আসাতে তাদের ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিতে খুব বড় প্রভাব পড়বে না।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুসারে ভ্যাকসিন সরবরাহে কোম্পানিগুলো ব্যর্থ হলে এ অঞ্চলে উৎপাদিত ভ্যাকসিন রফতানিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রথম ইউরোপীয় দেশ হিসেবে এর আওতায় এমন পদক্ষেপ নিলো ইতালি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। ইউরোপীয় কমিশন ইতালির এই পদক্ষেপকে সমর্থন দিয়েছে বলেও জানিয়েছে তারা।

জানুয়ারি তৎকালীন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সরবরাহে বিলম্ব অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছিলেন। কোম্পানি দুটির বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগও করেন তিনি।

করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগে মন্থর গতির জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছে ইইউ। ব্লকটির ভ্যাকসিন কর্মসূচি গত জুনে গ্রহণ করা হয়। সদস্য রাষ্ট্রগুলোর জন্য ভ্যাকসিন কিনছে ইউরোপীয় কমিশন।

অস্ট্রেলিয়াগামী ভ্যাকসিন চালান ইতালির আটকে দেওয়ার বিষয়ে ইইউ বা অ্যাস্ট্রাজেনেকার কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।