বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৫ পূর্বাহ্ন
১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আইপিএল নিলামে কে কত মূল্যে বিক্রি হলেন

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫১ Time View
টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার। চেন্নাইয়ে অনুষ্ঠিত নিলামে যেসব তারকা ক্রিকেটার বিক্রি হলেন-
ক্রিস মরিস ১৬ কোটি ২৫ লাখ (রাজস্থান)।
কাইল জেমিসন ১৫ কোটি (বেঙ্গালুরু)।
গ্লেন ম্যাক্সওয়েল ১৪ কোটি ২৫ লাখ (বেঙ্গালুরু)।
জো রিচার্ডসন ১৪ কোটি (পাঞ্জাব)।
কৃষ্ণাপ্পা গৌতম ৯ কোটি ২৫ লাখ (চেন্নাই)।
মেরেডিথ ৮ কোটি (পাঞ্জাব)।
মঈন আলী ৭ কোটি (চেন্নাই)।
শাহরুখ খান ৫ কোটি ২৫ লাখ (পাঞ্জাব)।
নিল কুল্টারনাইল ৫ কোটি (মুম্বাই)।
টম কুরান ৫ কোটি ২৫ লাখ (পাঞ্জাব)।
মোজেস আনরিখ ৪ কোটি ২০ লাখ (পাঞ্জাব)।
ড্যান ক্রিশ্চিয়ান ৪ কোটি ৮০ লাখ (বেঙ্গালুরু)।
শুভম দুবে ৪ কোটি ৪০ লাখ (রাজস্থান)।
সাকিব আল হাসান ৩ কোটি ২০ লাখ (কলকাতা)।
অ্যাডাম মিলনে ৩ কোটি ২০ লাখ (মুম্বাই)।
পীযূষ চাওলা ২ কোটি ৪০ লাখ (মুম্বাই)।
হরভজন সিং ২ কোটি (কলকাতা)।
ডেভিড মালান ১ কোটি ৫০ লাখ (পাঞ্জাব)।
মুজিব-উর রহমান ১ কোটি ৫০ লাখ (হায়দরাবাদ)।
উমেশ যাদব ১ কোটি (দিল্লি)।
চেতন শাকারিয়া ১ কোটি (রাজস্থান)।
মোস্তাফিজুর রহমান ১ কোটি (রাজস্থান)।
ফ্যাবিয়ান অ্যালান ৭৫ লাখ (পাঞ্জাব)।
লিয়াম লিভিংস্টোন ৭৫ লাখ (রাজস্থান)।
বেন কাটিং ৭৫ লাখ (কলকাতা)।
চেতেশ্বর পুজারা ৫০ লাখ (চেন্নাই)।
জিমি নিশাম ৫০ লাখ (মুম্বাই)।
করুন নায়ার ৫০ লাখ (কলকাতা)।
পবন নেগি ৫০ লাখ (কলকাতা)।
জগদিশ সুচিথ ৩০ লাখ (হায়দরাবাদ)।
জালাজ সাক্সেনা ৩০ লাখ (পাঞ্জাব)।
কে সি কারিয়াপ্পাকে ২০ লাখ (রাজস্থান)।
এম সিদ্ধার্থ ২০ লাখ (দিল্লি)।
লোকমান হুসেন মারিওয়ালা ২০ লাখ (দিল্লি)।
শেল্ডন জ্যাকসন ২০ লাখ (কলকাতা)।
বিষ্ণু বিনোদ ২০ লাখ (দিল্লি)।
রিপল প্যাটেল ২০ লাখ (দিল্লি)।
শচীন বেবি ২০ লাখ (বেঙ্গালুরু)
রজত পতিদার ২০ লাখ (বেঙ্গালুরু)
আকাশ সিং ২০ লাখ (রাজস্থান)।
বেঙ্কটেশ আইয়ার ২০ লাখ (কলকাতা)।
যুধবীর চড়ক ২০ লাখ (মুম্বাই)।
কুলদীপ যাদব ২০ লাখ (রাজস্থান)।
কেশর ভরত ২০ লাখ (বেঙ্গালুরু)।
উৎকর্ষ সিং ২০ লাখ (পাঞ্জাব)।
More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102