ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান; ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ছয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক ঘিরে সবার নজর এখন লন্ডনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় এক দিনে ১০৩ জন ফিলিস্তিনি নিহত ইসরায়েলি হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে তেহরান ইসরায়েলকে ‘ভয়াবহ পরিণামের’ হুঁশিয়ারি দিলেন খামেনি ইরানের রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো তৃতীয় ধাপে আক্রমণ শুরু করেছে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র যতক্ষণ প্রয়োজন ইরানে হামলা চলবে: নেতানিয়াহু

আইসিসি ইভেন্টে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে থাকতে চায় না ভারত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আর এই লড়াই থেকেই সব থেকে বেশি আয় করে থাকে আইসিসি। তাই প্রায় প্রতিটি আইসিসি বা এসিসির যেকোনো আসরে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে একই গ্রুপ রাখা হয়। তবে এবার পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে থাকতে চায় না ভারত।

বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। আসন্ন ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুর ধাপেই মুখোমুখি হচ্ছে না  ভারত ও পাকিস্তান। এই বিষয়টি আইসিসির বার্ষিক সম্মেলনে আলোচনায় আসবে।

আইসিসির বার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২০ জুলাই, সিঙ্গাপুরে। এটি হবে আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহর প্রথম বার্ষিক সভা, যিনি গত ডিসেম্বরে দায়িত্ব গ্রহণ করেছেন।

সম্প্রতি বিসিসিআই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় ভারতের পক্ষ থেকে চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানানোয়। পরে একটি সমঝোতা হয়, যাতে বলা হয়—আগামী তিন বছরে দুই দল একে অপরের দেশে না গিয়ে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।

তবে পেহেলগাম হামলার জেরে সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ায় আইসিসির পরবর্তী বৈশ্বিক ইভেন্টে তাদের এক গ্রুপে না রাখার সম্ভাবনা জোরালো হয়েছে।

এই পরিস্থিতিতে আইসিসির পরবর্তী টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এখন অনিশ্চয়তা। এখন কেবল বাকি রইল নকআউটে মুখোমুখি হওয়ার সম্ভাবনা। সেটি তো হরহামেশা মিলবে না। মানে ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধ হওয়ার দ্বারপ্রান্তে।

দুই দেশের সংঘাতের কারণে ভারতের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার জানিয়েছিল, ‘পাকিস্তানের বিপক্ষে আর ক্রিকেট ম্যাচ নয়’। বিসিসিআইয়ের নতুন পরিকল্পনাও একই পথে এগোচ্ছে। কারণ, গ্রুপ পর্ব ছাড়া সেমিফাইনাল বা ফাইনালে দুই দেশের দেখা হওয়া খুবই কঠিন।

Tag :

ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান; ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে

আইসিসি ইভেন্টে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে থাকতে চায় না ভারত

Update Time : ০৯:৫৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আর এই লড়াই থেকেই সব থেকে বেশি আয় করে থাকে আইসিসি। তাই প্রায় প্রতিটি আইসিসি বা এসিসির যেকোনো আসরে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে একই গ্রুপ রাখা হয়। তবে এবার পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে থাকতে চায় না ভারত।

বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। আসন্ন ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুর ধাপেই মুখোমুখি হচ্ছে না  ভারত ও পাকিস্তান। এই বিষয়টি আইসিসির বার্ষিক সম্মেলনে আলোচনায় আসবে।

আইসিসির বার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২০ জুলাই, সিঙ্গাপুরে। এটি হবে আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহর প্রথম বার্ষিক সভা, যিনি গত ডিসেম্বরে দায়িত্ব গ্রহণ করেছেন।

সম্প্রতি বিসিসিআই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় ভারতের পক্ষ থেকে চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানানোয়। পরে একটি সমঝোতা হয়, যাতে বলা হয়—আগামী তিন বছরে দুই দল একে অপরের দেশে না গিয়ে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।

তবে পেহেলগাম হামলার জেরে সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ায় আইসিসির পরবর্তী বৈশ্বিক ইভেন্টে তাদের এক গ্রুপে না রাখার সম্ভাবনা জোরালো হয়েছে।

এই পরিস্থিতিতে আইসিসির পরবর্তী টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এখন অনিশ্চয়তা। এখন কেবল বাকি রইল নকআউটে মুখোমুখি হওয়ার সম্ভাবনা। সেটি তো হরহামেশা মিলবে না। মানে ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধ হওয়ার দ্বারপ্রান্তে।

দুই দেশের সংঘাতের কারণে ভারতের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার জানিয়েছিল, ‘পাকিস্তানের বিপক্ষে আর ক্রিকেট ম্যাচ নয়’। বিসিসিআইয়ের নতুন পরিকল্পনাও একই পথে এগোচ্ছে। কারণ, গ্রুপ পর্ব ছাড়া সেমিফাইনাল বা ফাইনালে দুই দেশের দেখা হওয়া খুবই কঠিন।