মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, ফরিদপুর চারটি আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র না উঠালে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ড্যামী প্রার্থী আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এক নয়, আওয়ামী লীগ থেকে ড্যামি প্রার্থীর কথা বলা হয়েছে কোন স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচন করতে বলা হয়নি।
রবিবার দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ড্যামি প্রার্থী হল আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর দেয়া মনোনীত প্রার্থী ড্যামি প্রার্থী হবে। এর বাইরে যারা থাকবেন তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এক্ষেত্রে তাদের সাথে আর কোন আলোচনা করা হবে না বলেও তিনি জানান। এ সময় তিনি আরো বলেন, আমরা চাই বেশি প্রার্থী হলে নির্বাচন তত ভালো হবে। কাউকেই কোনো রকম জোর করে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেয়ার ইচ্ছা আমাদের নেই।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হকের সভাপতি কে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর দুই আসনের এমপি প্রার্থী শাহাদাতব্য চৌধুরী লাবু, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, পৌরসভার মেয়র অমিতাভ বোস, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাসির, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি, সাইফুজ্জামান জুয়েল,সাইফুল আহাদ সেলিম প্রমুখ।