ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত ভারতের চিকিৎসকদের ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যেই ক্ষমতাচ্যুত হচ্ছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে গাজা উপত্যকার ‘সেফ জোন’ লক্ষ্য করে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, ‘পুড়ে ছাই’ নারী-শিশুসহ ২০ জন পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগে তিনজনকে আটক এক নজরে বিশ্ব সংবাদ: ৪ ডিসেম্বর ২০২৪ আজকের নামাজের সময়সূচি ৫ ডিসেম্বর আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা যড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা ‘আমাদের এখানে ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটে গিয়েছে, এটা থেকে আমাদের রক্ষা করতে হবে’ সব চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ আমরা সবাই: ডা. শফিকুর রহমান

আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছাড়লেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

জলবায়ু সম্মেলনে কপ-২৯ যোগ দিতে আজারবাইজানের উদ্দেশে  ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশটির রাজধানী বাকু’র উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, জলবায়ু সম্মেলনে যোগ দিতে অধ্যাপক ড. ইউনূস রাষ্ট্রীয় সফরে ১১-১৪ নভেম্বর পর্যন্ত আজারবাইজানে অবস্থান করবেন।  দেশটির রাজধানী বাকু’তে অনুষ্ঠিত এ সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ নিজেদের দাবিগুলো তুলে ধরবে। এছাড়া ড. ইউনূস বিশ্ববাসীর কাছে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।

রাষ্ট্রীয় এই সফরে সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টার জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য দেয়ার কথা রয়েছে। সেই সঙ্গে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিনের মাথায় (৮ আগস্ট) শপথ নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেয়ার পর গত সেপ্টেম্বরে প্রথম সফরে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে যান প্রধান উপদেষ্টা।

Tag :
জনপ্রিয়

বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত ভারতের চিকিৎসকদের

আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছাড়লেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

Update Time : ০৯:২৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

জলবায়ু সম্মেলনে কপ-২৯ যোগ দিতে আজারবাইজানের উদ্দেশে  ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশটির রাজধানী বাকু’র উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, জলবায়ু সম্মেলনে যোগ দিতে অধ্যাপক ড. ইউনূস রাষ্ট্রীয় সফরে ১১-১৪ নভেম্বর পর্যন্ত আজারবাইজানে অবস্থান করবেন।  দেশটির রাজধানী বাকু’তে অনুষ্ঠিত এ সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ নিজেদের দাবিগুলো তুলে ধরবে। এছাড়া ড. ইউনূস বিশ্ববাসীর কাছে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।

রাষ্ট্রীয় এই সফরে সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টার জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য দেয়ার কথা রয়েছে। সেই সঙ্গে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিনের মাথায় (৮ আগস্ট) শপথ নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেয়ার পর গত সেপ্টেম্বরে প্রথম সফরে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে যান প্রধান উপদেষ্টা।