বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৩ পূর্বাহ্ন
১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আপনার ভাগ্য

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৭৭ Time View

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

ভৃগুগ্রহের জন্মলগ্নে অবস্থানের ফলে জাতকের নানা কারণে অস্থিরতা বাড়বে। মূলত ব্যবসা ক্ষেত্রে হিসাবে গরমিল পরিলক্ষিত হবে।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

শনির দৃষ্টি জাতকের রাশিতে, তাই কামদেব আপনাকে বিব্রত করবে। অর্থের প্রলোভনে সচেতনতার সঙ্গে সুরুকের সহায়তা নিতে পারেন।

মিথুন : ২১ মে-২০ জুন

জাতক পুরুষ-নারী নির্বিশেষে সংসারের মানসিক চাপে জর্জরিত হবেন। কাছের কোনো বন্ধুর সাথে নির্জনতায় কালাতিবাহিতের প্রয়োজন।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

জাতক কর্মক্ষেত্রে বন্ধুবান্ধবের প্ররোচনায় ভুল ব্যবসায়ে অর্থলগ্নি করে মানসিক চাপে ভুগবেন। অতএব সুচিন্তিত রূপে সিদ্ধান্ত নিন।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

মঙ্গলের প্রভাবে জাতক নর-নারী নির্বিশেষে এ-সপ্তাহটা ভালোই কাটবে। পুরনো কোনো ঋণের অর্থ ফেরৎ পেতে পাবেন। দূরের যাত্রা শুভ।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

জাতক নর-নারী নির্বিশেষে ভুল বোঝার ফলে আপনার ভালো কাজটাও সমালোচিত হতে পারে। অযথা বদনামের ভাগী হতে পারেন।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

জাতকের ফটকা ব্যবসায়ে সফলতা আসতে পারে। স্বাস্থ্যসংক্রান্ত ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। তবে সুদে টাকা খাটাবেন না।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

নারী-পুরুষ নির্বিশেষে জাতকের লগ্নানুযায়ী বুধ ও শুক্রের অবস্থানানুসারে দূরের যাত্রা অশুভ। সম্ভব হলে দূরের যাত্রা পরিহার করুন।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

জাতকের এ-সপ্তাহটা পোষা বিড়াল, রাস্তার ভবঘুরে সারমেয় হতে সাবধানে থাকা উচিত। না হলে ওদের দংশনে আহত হতে পারেন।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

জাতক ও জাতিকার কেতুগ্রহের দশমাদশায় অবস্থানের ফলে সুনাম বয়ে আনবে। সংস্কৃতিসেবীরা বেশি সুনাম পাবেন বলে আশা করা যায়।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

জাতক ও জাতিকার রাহু ও শনি গ্রহের ফেরে আর্থিক কষ্ট হবে। স্ত্রীর ভাগ্যে লুকানো কোনো অর্থ খুঁজে পেতে পারেন। হতাশ হবেন না।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

জাতকের প্রবাসী কোনো আত্মীয়ের প্রত্যাবর্তনের ফলে অর্থপ্রাপ্তির যোগ আছে। অনূঢ়ারা সাবধান, ফুসলিয়ে বিবরের বেদনা সর্বনাশ করতে পারে।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102