আমরা যা আগে ভাবি আমেরিকা তা পরে ভাবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, জো বাইডেন ক্ষমতা গ্রহণ করার পর ১৫টি সাইনের মধ্যে ‘নো মাস্ক নো সার্ভিস’ ছিল যা আমরা তিন মাস আগেই করেছি।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত ‘জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম বেসরকারি স্বাস্থ্য খাতের সম্পৃক্ততা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের দেশে প্রতিটি মানুষের জন্য ওষুধ, বেডসহ সবকিছুর ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য দেশে সেটাও ঠিকমতো করতে পারেনি। বিশ্বে ২০০টি দেশের ৬টি দেশ ভ্যাকসিন আগে দিতে পেরেছে। ৬টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। আমরা ৭ হাজার টিমের মাধ্যমে ২ লক্ষ লোককে ভ্যাকসিন দিয়েছি।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কোভিড-১৯ শুরুর সময় দেশে হাতেগোনা দু-একটি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ছিল। বর্তমানে দেশের ডেডিকেটেড কোভিড হাসপাতালসহ ৭৮টি সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু করা হয়েছে।
করোনা মোকাবিলায় বেসরকারি স্বাস্থ্য খাতের অবদান উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শীঘ্রই প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে বেসরকারি স্বাস্থ্য সংস্থাগুলো টিকা দেওয়ার কাজে নিয়োজিত হবেন আমরা আশা করি।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী করোনায় মৃত্যুবরণকারী চিকিৎসক-নার্সসহ দায়িত্বশীলদের প্রতি শোক জানিয়ে বলেন, করোনায় দেশের ১১৫ জন অভিজ্ঞ চিকিৎসক মারা গেছেন। শুধু ২৬ জন সার্জনই মারা গেছেন। আরও নার্স, পুলিশ, সাংবাদিকসহ দায়িত্বরত লোকজন মারা গেছেন। এই ক্ষতি পূরণ হওয়ার নয়। তাদের এই ত্যাগের মাধ্যমে দেশের মানুষের কর্মক্ষেত্র সচল রয়েছে। তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও চিরকৃতজ্ঞ।
বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) এর সভাপতি এম এ মুবিন খানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম, এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিম, সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন খান।