রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫১ পূর্বাহ্ন
৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ

আমাজনে পাওয়া করোনার নতুন ধরন ৩ গুণ বেশি সংক্রামক

আন্তজার্তিক ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫৭ Time View

আমাজনে পাওয়া করোনা ভাইরাসের নতুন ধরণ তিন বেশি সংক্রামক হতে পারে বলে আশঙ্কা করছে ব্রাজিল। বৃহস্পতিবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়। তবে এ নিয়ে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি ব্রাজিল সরকার।

সংক্রমণের দ্বিতীয় ঢেউতে আমাজন বন সংলগ্ন শহর মানাউসে করোনার নতুন ধরন ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্যমন্ত্রীএডুয়ার্ডো পাজুয়েলো আশ্বস্ত করার চেষ্টা করেন যে, সাম্প্রতিক মাসে সংক্রমণ বৃদ্ধি পাওয়া অপ্রত্যাশিত হলেও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।

সিনেটে তিনি আরও বলেন, এ বছরের জুনের মধ্যে ব্রাজিলের অর্ধেক জনগণকে ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হবে এবং বাকিদের দেওয়া শেষ হবে বছরের শেষ নাগাদ।পাজুয়েলো বলেন, ঈশ্বরকে ধন্যবাদ। আমরা বিশ্লেষণ থেকে যে ধরনের তথ্য পেয়েছি তা থেকে বুঝা যাচ্ছে যে ভ্যাকসিন এই নতুন ধরনের বিরুদ্ধে কাজ করছে। তবে এটি বেশি সংক্রামক।

ব্রাজিলে গত তিন সপ্তাহ আগে চীনের সিনোভ্যাক বায়োটেক এবং ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ শুরু করে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এ পর্যন্ত ৯৭ লাখ ১৬ হাজার ২৯৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯৭ জন।

তবে মানাউসে পাওয়া ভাইরাসের নতুন ধরনের বিরুদ্ধে এসব ভ্যাকসিনের কার্যকারিতা কীভাবে বিশ্লেষণ করা হয়েছে সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি পাজুয়েল্লো। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। তথ্যের জন্য অনুরোধ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। ব্রাজিল এখনো তাদের জনসংখ্যার অর্ধেকের জন্যও টিকা সরবরাহ নিশ্চিত করতে পারেনি। তিন সপ্তাহ আগে চীনের সিনোভ্যাক ও ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে দেশটি টিকা কার্যক্রম শুরু করে।

চীনের সিনোভ্যাকের সঙ্গে যৌথভাবে টিকার পরীক্ষা ও উৎপাদন করেছে সাওপাওলোর বুটানটান ইনস্টিটিউট। এক বিবৃতিতে তারা বলেছে, মানাউসে পাওয়া ভাইরাসের ধরন নিয়ে ইনস্টিটিউট গবেষণা শুরু করেছে। তবে দুই সপ্তাহের আগে কোনো উপসংহারে পৌঁছানো সম্ভব নয় বলেও জানিয়েছে এ ইনস্টিটিউট।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102