ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শনিবার জুড়ে লেবানন থেকে উত্তর ইসরাইলে ১৩০টিরও বেশি রকেট ছোঁড়া হয়েছে আজকের নামাজের সময়সূচি ৩ নভেম্বর আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জন মারা গেছেন আগামীকাল রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সাত কলেজের অভ্যান্তরীণ একাডেমিক সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা পিছিয়ে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার বাফুফের এমন দূরাবস্থা কেনো, এ নিয়ে অডিট হবে অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে সাগরে লঘুচাপ, ৩ দিন যেমন থাকবে আবহাওয়া

ইসরাইলগামী অনেক ড্রোন ভূপাতিত করেছে জর্ডানি বিমান

ইরান থেকে নিক্ষেপ করা অনেক ড্রোন ইসরাইলে যাওয়ার আগেই জর্ডানি বিমান সেগুলোকে ভূপাতিত করেছে। বিশেষ করে উত্তর ও মধ্য জর্ডানের আকাশে ইরানি ড্রোনগুলো ভূপাতিত করা হয়।

দু্টি আঞ্চলিক নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, জেরুসালেমের দিকে ছুটতে থাকা ইরানি ড্রোনগুলো জর্ডান উপত্যকার জর্ডানি অংশে জর্ডানের বিমানগুলো ভূপাতিত করেছে।

সূত্র জানায়, ইরাকি-সিরিয়া সীমান্তেও অনেক ড্রোন ভূপাতিত করা হয় বলে আরেকটি সূত্র জানিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

এদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স এক সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তেহরানের প্রতিশোধমূলক হামলার সময় ইসরাইলের প্রতি জর্ডানের সমর্থনের বিষয়টি নজর রাখছে। এতে আরো বলা হয়, জর্ডান হতে পরে ‘পরবর্তী টার্গেট।’

একটি সামরিক সূত্র জানায়, শাস্তিমূলক হামলার সময় জর্ডানের পদক্ষেপ তারা ভালোভাবে দেখেছে। তারা ইসরাইলের সমর্থনে আরো যদি কোনো পদক্ষেপ নেয়, তবে তারা হবে পরবর্তী টার্গেট।

এদিকে জর্ডান ছাড়াও ইসরাইল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যও ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করে।

উল্লেখ্য, শনিবার রাতে ইসরাইলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কোর (আইআরজিসি) হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার কথা স্বীকার করে বলেছে, বেশিভাগ আক্রমণ প্রতিহত করা হয়েছে। সামরিক স্থাপনায় সামান্য ক্ষতি হয়েছে।

গত ১ এপ্রিল দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলি হামলায় দুই শীর্ষ কমান্ডারসহ আইআরজিসির কয়েকজন কর্মকর্তা নিহত হওয়ার প্রেক্ষাপটে এই হামলা চালানো হলো। ওই হামলা নিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে উত্তেজনা চলছিল।

আআরজিসি এক বিবৃতিতে জানায়, অধিকৃত ভূখণ্ডের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। সূত্র : আল জাজিরা ও জেরুসালেম পোস্ট।

Tag :
জনপ্রিয়

শনিবার জুড়ে লেবানন থেকে উত্তর ইসরাইলে ১৩০টিরও বেশি রকেট ছোঁড়া হয়েছে

ইসরাইলগামী অনেক ড্রোন ভূপাতিত করেছে জর্ডানি বিমান

Update Time : ০৫:০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪

ইরান থেকে নিক্ষেপ করা অনেক ড্রোন ইসরাইলে যাওয়ার আগেই জর্ডানি বিমান সেগুলোকে ভূপাতিত করেছে। বিশেষ করে উত্তর ও মধ্য জর্ডানের আকাশে ইরানি ড্রোনগুলো ভূপাতিত করা হয়।

দু্টি আঞ্চলিক নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, জেরুসালেমের দিকে ছুটতে থাকা ইরানি ড্রোনগুলো জর্ডান উপত্যকার জর্ডানি অংশে জর্ডানের বিমানগুলো ভূপাতিত করেছে।

সূত্র জানায়, ইরাকি-সিরিয়া সীমান্তেও অনেক ড্রোন ভূপাতিত করা হয় বলে আরেকটি সূত্র জানিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

এদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স এক সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তেহরানের প্রতিশোধমূলক হামলার সময় ইসরাইলের প্রতি জর্ডানের সমর্থনের বিষয়টি নজর রাখছে। এতে আরো বলা হয়, জর্ডান হতে পরে ‘পরবর্তী টার্গেট।’

একটি সামরিক সূত্র জানায়, শাস্তিমূলক হামলার সময় জর্ডানের পদক্ষেপ তারা ভালোভাবে দেখেছে। তারা ইসরাইলের সমর্থনে আরো যদি কোনো পদক্ষেপ নেয়, তবে তারা হবে পরবর্তী টার্গেট।

এদিকে জর্ডান ছাড়াও ইসরাইল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যও ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করে।

উল্লেখ্য, শনিবার রাতে ইসরাইলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কোর (আইআরজিসি) হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার কথা স্বীকার করে বলেছে, বেশিভাগ আক্রমণ প্রতিহত করা হয়েছে। সামরিক স্থাপনায় সামান্য ক্ষতি হয়েছে।

গত ১ এপ্রিল দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলি হামলায় দুই শীর্ষ কমান্ডারসহ আইআরজিসির কয়েকজন কর্মকর্তা নিহত হওয়ার প্রেক্ষাপটে এই হামলা চালানো হলো। ওই হামলা নিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে উত্তেজনা চলছিল।

আআরজিসি এক বিবৃতিতে জানায়, অধিকৃত ভূখণ্ডের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। সূত্র : আল জাজিরা ও জেরুসালেম পোস্ট।