বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য-
সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশ ৯৩তম
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এখন সিঙ্গাপুরের। অপরদিকে অপেক্ষাকৃত দুর্বল পাসপোর্টের তালিকায় রয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্যের ওপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং দুর্বল পাসপোর্টের সূচক তৈরি করেছে যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্স।
আমেরিকায় বিপাকে বিদেশি শিক্ষার্থীরা, ছাড়ছেন পার্ট-টাইম চাকরি
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির কড়াকড়ি ও বহিষ্কারের হুমকির কারণে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে পার্ট-টাইম চাকরি ছাড়ার হিড়িক পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ফলে অনেকে তাদের স্বপ্ন পূরণে বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ ট্রাম্পের শুল্ক হুমকি যেভাবে সামলালো মেক্সিকো ও কানাডা
মেক্সিকান প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম যখন ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর রপ্তানি পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ সাময়িকভাবে স্থগিত করতে রাজি হয়েছেন, তখন তাকে বেশ উজ্জীবিত দেখাচ্ছিল। গত ৩ ফেব্রুয়ারি শেইনবাউম জানান, এই শুল্ক ওইদিন মধ্যরাত থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও ট্রাম্প শেষ মুহূর্তে সেটি এক মাসের জন্য স্থগিত করেছেন।
ইউএসএআইডি নিয়ে ট্রাম্প-মাস্কের পরিকল্পনা আটকে দিলেন বিচারক
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) দুই হাজারের বেশি কর্মীকে বেতনসহ ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত আটকে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা সাময়িকভাবে আটকে দিয়েছেন দেশটির একজন বিচারক।
২৭ বছর পর দিল্লির মসনদে বিজেপি
দিল্লির বিধানসভা নির্বাচনে প্রথম থেকেই এগিয়ে আছে বিজেপি। এমনকি অরবিন্দ কেজরিওয়াল, অতিশী, মণীশ সিসোদিয়ার মতো হেভিওয়েট প্রার্থীরাও আশার আলো দেখাতে পারেননি। নির্বাচনে নিজের আসনেই হেরে গেছেন আম আদমি পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ২০১৩ সাল থেকে তিনি নয়া দিল্লির এই আসনে জয় পেয়ে আসছিলেন।
হেরে গিয়ে কেজরিওয়াল বললেন, জনতার রায় মাথা পেতে নিলাম
দিল্লির বিধানসভা নির্বাচনের শুরু থেকেই বিজেপির জয়ের আভাস পাওয়া যাচ্ছিল। নির্বাচনে নিজের আসনেই হেরে গেছেন আম আদমি পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ২০১৩ সাল থেকে তিনি নয়া দিল্লির এই আসনে জয় পেয়ে আসছিলেন। এবার এ আসনে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী প্রভেশ ভার্মা।
নিক্কেই এশিয়ার প্রতিবেদন/ ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে ডব্লিউটিও’তে অভিযোগ জানালো হংকংও
ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে হংকং। গত শুক্রবার (৮ ফেব্রুয়ারি) এক ঘোষণায় শহরটির কর্তৃপক্ষ বলেছে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের পরিপন্থি।
ইসরায়েলকে ৭ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইসরায়েলের কাছে আরও সাত দশমিক চার বিলিয়ন ডলারের বোমা ও ক্ষেপণাস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যা এরই মধ্যে দেশটিতে অনুমোদন দেওয়া হয়েছে। গাজাযুদ্ধে শুরু থেকেই মার্কিন অস্ত্র ও বোমা ব্যবহার করছে ইসরায়েল।
মার্কিন অর্থ দপ্তরের নথিতে মাস্কের টিমের প্রবেশাধিকারে আদালতের বাধা
ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) সংস্থাকে মার্কিন অর্থ বিভাগের নথিতে থাকা লাখ লাখ মানুষের ব্যক্তিগত আর্থিক তথ্য সংগ্রহে বাধা দিয়েছেন একজন মার্কিন বিচারক। যুক্তরাষ্ট্রের জেলা বিচারক পল এ. এঙ্গেলমায়ার শনিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রাথমিক নিষেধাজ্ঞায় মাস্ক ও তার টিমের হস্তগত হওয়া যে কোনো অনুলিপি ধ্বংস করার নির্দেশ দিয়েছেন।
পাকিস্তানের সেনাপ্রধানকে আবারও খোলা চিঠি লিখলেন ইমরান খান
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটির সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরকে দ্বিতীয়বারের মতো খোলা চিঠি লিখেছেন। সেখানে তিনি অভিযোগ করেছেন, পাকিস্তানের ‘সবচেয়ে বড়’ রাজনৈতিক দলকে পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে নিখোঁজ প্লেনের ধ্বংসাবশেষের সন্ধান, বেঁচে নেই কেউ
যুক্তরাষ্ট্রে ১০ জনকে নিয়ে নিখোঁজ হওয়া ছোট প্লেনটির ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। তবে দুর্ঘটনার সময় প্লেনে থাকা কেউ বেঁচে নেই। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। আলাস্কায় মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৮৮৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে নোমের কাছে প্লেনটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।