বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য-
গুলশানে বিলাসবহুল ভবনের বাসিন্দার তালিকায় টিউলিপের নাম, ফের বিতর্ক
যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক বাংলাদেশে একটি বিলাসবহুল ভবনের বাসিন্দা হিসেবে তালিকাভুক্ত ছিলেন বলে জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। ঢাকার অভিজাত গুলশান এলাকায় অবস্থিত ‘সিদ্দিকস’ নামে ১০ তলা ভবনটি তার পরিবারের নামে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৮ হাজার ছাড়িয়ে গেছে
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার অবরুদ্ধ এই উপত্যকার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনাদের আগ্রাসনে সেখানে এখন পর্যন্ত ৪৮ হাজার ১৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে।
ট্রাম্পের দাবি, যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে কথা হয়েছে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলাপ এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করেছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৯ ফেব্রুয়ারি) নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দ. আফ্রিকায় সহায়তা বন্ধ, শ্বেতাঙ্গদের পুনর্বাসনের প্রস্তাব দিলেন ট্রাম্প
এবার দক্ষিণ আফ্রিকায় সহায়তা বন্ধে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্কিত এই আইনের মাধ্যমে দক্ষিণ আফ্রিকাকে সহায়তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই নির্বাহী আদেশে দক্ষিণ আফ্রিকা সরকারের বিরুদ্ধে দেশটিতে অবস্থানরত ‘হোয়াইট ফার্মার্স’ নামে জাতিগত সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
টাইমের প্রচ্ছদে ট্রাম্পের প্রেসিডেন্টের চেয়ারে ইলন মাস্ক, বিতর্কের ঝড়
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাভাবিকভাবেই, ওভাল অফিসের রেজোলিউট ডেস্কের পেছনে থাকা চেয়ারটাতে তারই বসার কথা। কিন্তু টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক সংখ্যার প্রচ্ছদে ওই আসনে দেখানো হয়েছে ইলন মাস্ককে। এ নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে।
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ করপোরেট আমেরিকায় বৈচিত্র্যবাদ নিয়ে নতুন লড়াই
করপোরেট আমেরিকায় বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তির (ডিইআই) নীতি নিয়ে বিতর্ক নতুন পর্যায়ে পৌঁছেছে। একসময় ব্যাপকভাবে গৃহীত এই নীতি এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের পাল্টা শুল্ক কার্যকর হচ্ছে, বাড়তে পারে বাণিজ্যযুদ্ধ
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের পাল্টা আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে আগামী সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে। এটি বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যযুদ্ধকে আরও তীব্র করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আরও কিছু দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
ক্যারিবীয় সাগরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ক্যারিবীয় সাগরে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ভূমিকম্প আঘাত হানে।
ভারতে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে সেনাসহ নিহত ৩৩
ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১ মাওবাদী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রোববার (৯ ফেব্রুয়ারি) বিজাপুর জেলার ইন্দ্রাবতী জাতীয় উদ্যানের গভীরে এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষে দুই নিরাপত্তা সদস্যও প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও দুজন। তবে আহতদের অবস্থা স্থিতিশীল এবং তাদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।
মেক্সিকোতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত অন্তত ৩০
মেক্সিকোতে একটি বাস এবং একটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনও হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি।