বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য-
উত্তর গাজায় এক দিনে ফিরেছেন ৩ লাখেরও বেশি ফিলিস্তিনি
চলতি মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিরেছেন ৩ লাখেরও বেশি মানুষ। গত ১৯ জানুয়ারি থেকে সোমবার (২৭ জানুয়ারি) পর্যন্ত ফিরে আসা বাস্তুচ্যুতদের সংখ্যা এটি। গাজার জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংকের স্যাটেলাইট-টু-সেলফোন সেবা
স্টারলিংকের ‘ডাইরেক্ট-টু-সেল’ স্যাটেলাইট সেবার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, একদিনে গ্রেফতার ৯৫৬
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কয়েক দিনের অভিযানে হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শুধু রোববারেই (২৬ জানুয়ারি) অন্তত ৯৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ বিভাগের (আইসিই) নেতৃত্বে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হচ্ছে।
ইউরোপ থেকে পণ্য সরিয়ে নিচ্ছে কোকা-কোলা
ইউরোপ থেকে কোক-স্প্রাইট ও নিজেদের তৈরি অন্যান্য পানীয় প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোকা-কোলা। পানীয়গুলোতে ক্লোরেট নামক রাসায়নিক যৌগের পরিমাণ মাত্রাতিরিক্ত শনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। বেলজিয়ামের গেন্ট শহরে কোম্পানিটির উৎপাদন কেন্দ্রে নিয়মিত পরীক্ষার সময় ক্লোরেটের এই উচ্চ মাত্রা শনাক্ত হয়।
বাংলাদেশি স্টল ছাড়াই এবার শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা
প্রতিবছরের মতো এবারও কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্ক প্রঙ্গনে শুরু হতে চলছে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবারের থিম জার্মানি। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই মেলার উদ্বোধন করবেন।
ফেব্রুয়ারিতে ট্রাম্প-মোদী বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য আমেরিকায় যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী মাসে হোয়াইট হাউজে এ বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) ফ্লোরিডায় সাংবাদিকদের এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট।
বিচার বিভাগের একের পর এক কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক ডজন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। এই কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে জড়িত ছিলেন বলে জানিয়েছে সিবিএস নিউজ। পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) কয়েকজন শীর্ষ কর্মকর্তাকেও ছুটিতে পাঠানো হয়েছে। তারা প্রেসিডেন্টের নির্বাহী আদেশ অমান্য করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। তবে তাদের পূর্ণ বেতন ও অন্যান্য সুবিধা চলমান থাকবে বলে জানা গেছে। খবর বিবিসির।
চীনের ডিপসিকের বাজিমাত, মার্কিন প্রযুক্তিখাতের শেয়ারে ধস
চীনা কোম্পানির এআইভিত্তিক চ্যাটবট ডিপসিককে মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অপেক্ষাকৃত সস্তা ও দ্রুতগতির কৃত্রিম বুদ্ধিমত্তার এসব চীনা কোম্পানিগুলোর উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।
পাকিস্তানে ইমরান খানের মুক্তি দাবিতে আন্তর্জাতিক চাপ বাড়ছে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সরকারের আলোচনায় কোনো সমাধান না আসায় দেশটির চলমান রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে। একই সঙ্গে, খানের মুক্তির দাবিতে আন্তর্জাতিক মহলে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে, সমর্থন ক্রমেই বাড়ছে।
ভয়াবহ খাদ্য সংকটে ঘরে ফেরা ফিলিস্তিনিরা
ভয়াবহ খাদ্য সংকটে পড়েছেন গাজার নিজ এলাকায় ফিরে আসা ফিলিস্তিনিরা। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর শনিবার ফিলিস্তিনিদের উত্তর গাজায় পৌঁছানোর অনুমতি দেওয়া হয়। এরপরেই ইসরায়েল নিয়ন্ত্রিত নেৎজারিম করিডোর অতিক্রম করে হাজার হাজার ফিলিস্তিনি। এরই মধ্যেই উত্তর গাজায় পৌঁছেছেন ৩ লাখেরও বেশি ফিলিস্তিনি।
ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে সরিয়ে নিন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গাজাকে খালি করতে চান। অবরুদ্ধ এই উপত্যকার বাসিন্দাদের মিশর ও জর্ডানে স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন তিনি। তার এমন প্রস্তাব ঘিরে বিতর্ক শুরু হয়েছে। ফিলিস্তিনিরা এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীও এ নিয়ে মুখ খুললেন।