ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন তামিম, পরানো হয়েছে রিং সাকিব আল হাসানের সম্পদ জব্দের নির্দেশ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে ট্রেনযাত্রা শুরু হয়েছে এক নজরে বিশ্ব সংবাদ: ২৩ মার্চ ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি ২৪ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৫ মার্চ মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রদান করবেন আরও দুটি আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে ফরিদপুরে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

এক নজরে বিশ্ব সংবাদ: ৩০ জানুয়ারি ২০২৫

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৩০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • ১৮ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য-

আরব আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে

সংযুক্ত আরব আমিরাতের শাবান মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের (আইএসি) জ্যোতির্বিদরা অর্ধচন্দ্রটি শনাক্ত করার কথা জানান। এর অর্থ দেশটিতে শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে নতুন মাস অর্থাৎ শাবান শুরু হবে। আর এই মাসের পরই শুরু হয় পবিত্র রমজান।

শিক্ষার্থীরা দল গঠন করবে: ফিন্যান্সিয়াল টাইমসকে প্রধান উপদেষ্টা

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের অবদান ও তাদের রাজনৈতি দল গঠনের ব্যাপারে ড. ইউনূস বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য জীবন দিতে পারে, তাহলে তারা রাজনীতিতেও অংশ নিতে পারে। তারা দেশের জন্য কাজ করছে। এখন তারা বলছে, কেন আমরা নিজেরাই রাজনৈতিক দল গঠন করবো না? আমি বলি, পুরো জাতি তাদেরকে চেনে। তারা যা করতে চায়, সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দিই। সুতরাং, তারা এটা করবে।

সামরিক শক্তিতে মিয়ানমার-ইরাকের চেয়ে এগিয়ে বাংলাদেশ

বিশ্বে সামরিক দিক থেকে শক্তিশালী দেশের তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। স্কোর নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে সামরিক বাহিনীর আকার, আর্থিকভিত্তি, লজিস্টিক্যাল সক্ষমতা ও জিওগ্রাফি। তালিকায় ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৫তম। অন্যদিকে এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে প্রতিবেশী দেশ মিয়ানমার। দেশটির অবস্থান ৩৭তম।

বাংলাদেশসহ তিন দেশে উন্নয়ন সহায়তা বন্ধ করলো সুইজারল্যান্ড

বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ার জন্য তাদের উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড। সুইস পার্লামেন্টে সহায়তার জন্য অর্থ বরাদ্দ কমানোর ফলে এই সিদ্ধান্ত নিয়েছে সুইস সরকার। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ প্রভাবিত দেশগুলোর উন্নয়ন সহযোগিতা কর্মসূচিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

 

স্বাভাবিকের চেয়ে বেশি গরমের আশঙ্কা, ঝুঁকিতে ভারতের গম উৎপাদন

চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি দেখতে পারে ভারত। বিশেষ করে গম উৎপাদনকারী রাজ্যগুলোতে গড় তাপমাত্রার চেয়ে অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিছু দিনের জন্য বেশি থাকতে পারে। যা শস্যের জন্য ঝুঁকিপূর্ণ। অর্থাৎ ক্ষতিকর। দেশটির আবহাওয়া বিভাগের দুইটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সুইডেনে কোরআন পোড়ানো সেই ব্যক্তিকে গুলি করে হত্যা

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় বিচারের মুখোমুখি থাকা ইরাকি শরণার্থী ও ইসলামবিরোধী কর্মী সালওয়ান মোমিকা গুলিতে নিহত হয়েছেন। আদালতের রায় ঘোষণার কয়েক ঘণ্টা আগে বুধবার (২৯ জানুয়ারি) রাতে স্টকহোমের নিকটবর্তী সডারতালিয়ে শহরে তাকে গুলি করা হয়। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে সুইডিশ পুলিশ।

ওয়াশিংটনে উড়োজাহাজ-হেলিকপ্টার বিধ্বস্তে মৃত্যু বেড়ে ৩০

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাত্রীবাহী প্লেন ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় প্লেনটিতে ৬৪ জন ও হেলিকপ্টারে তিনজন আরোহী ছিলেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নির্বাচন ঘিরে মিয়ানমারে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা

জান্তা সরকার এমন এক সময় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে যখন দেশজুড়েই গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিদ্রোহীগোষ্ঠীগুলোর কাছে নিয়ন্ত্রণ হারিয়েছে। তাই আশঙ্কা করা হচ্ছে নির্বাচনের পরিকল্পনাকে ঘিরে সহিংসতা তীব্র হয়ে ওঠতে পারে। বিদ্রোহী বাহিনীগুলো একইসঙ্গে সরকার ও নির্বাচনের বিরোধিতা করছে। এই পরিস্থিতিতে উভয়পক্ষ আঞ্চলিক নিয়ন্ত্রণ জোরদার করার চেষ্টা করছে।

৩০ হাজার অভিবাসীকে গুয়ান্তানামো বে কারাগারে পাঠাবেন ট্রাম্প

মার্কিন নির্বাচনের আগে এবং পরে অবৈধ অভিবাসীদের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে সবচেয়ে বেশি সোচ্চার দেখা গেছে। দ্বিতীয় বারের মতো ক্ষমতায় এসে ‍শুরুতেই তিনি অভিবাসীদের ওপর কঠোর হয়েছেন। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময়ই অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তার দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এ সম্পর্কিত একাধিক নির্বাহী আদেশ জারি করেছেন।

ইসরায়েল ও হামাসের মধ্যে ফের বন্দিবিনিময় শুরু

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ৩০ শিশুসহ অন্তত ১১০ ফিলিস্তিনিকে মুক্তি দিতে যাচ্ছে ইসরায়েল। এর বিপরীতে আট জিম্মিকে ছেড়ে দেবে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ। জিম্মিদের মধ্যে তিনজন ইসরারেলি নাগরিক বাকি পাঁচজন থাই।

Tag :

অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন তামিম, পরানো হয়েছে রিং

এক নজরে বিশ্ব সংবাদ: ৩০ জানুয়ারি ২০২৫

Update Time : ০৩:৩০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য-

আরব আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে

সংযুক্ত আরব আমিরাতের শাবান মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের (আইএসি) জ্যোতির্বিদরা অর্ধচন্দ্রটি শনাক্ত করার কথা জানান। এর অর্থ দেশটিতে শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে নতুন মাস অর্থাৎ শাবান শুরু হবে। আর এই মাসের পরই শুরু হয় পবিত্র রমজান।

শিক্ষার্থীরা দল গঠন করবে: ফিন্যান্সিয়াল টাইমসকে প্রধান উপদেষ্টা

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের অবদান ও তাদের রাজনৈতি দল গঠনের ব্যাপারে ড. ইউনূস বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য জীবন দিতে পারে, তাহলে তারা রাজনীতিতেও অংশ নিতে পারে। তারা দেশের জন্য কাজ করছে। এখন তারা বলছে, কেন আমরা নিজেরাই রাজনৈতিক দল গঠন করবো না? আমি বলি, পুরো জাতি তাদেরকে চেনে। তারা যা করতে চায়, সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দিই। সুতরাং, তারা এটা করবে।

সামরিক শক্তিতে মিয়ানমার-ইরাকের চেয়ে এগিয়ে বাংলাদেশ

বিশ্বে সামরিক দিক থেকে শক্তিশালী দেশের তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। স্কোর নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে সামরিক বাহিনীর আকার, আর্থিকভিত্তি, লজিস্টিক্যাল সক্ষমতা ও জিওগ্রাফি। তালিকায় ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৫তম। অন্যদিকে এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে প্রতিবেশী দেশ মিয়ানমার। দেশটির অবস্থান ৩৭তম।

বাংলাদেশসহ তিন দেশে উন্নয়ন সহায়তা বন্ধ করলো সুইজারল্যান্ড

বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ার জন্য তাদের উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড। সুইস পার্লামেন্টে সহায়তার জন্য অর্থ বরাদ্দ কমানোর ফলে এই সিদ্ধান্ত নিয়েছে সুইস সরকার। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ প্রভাবিত দেশগুলোর উন্নয়ন সহযোগিতা কর্মসূচিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

 

স্বাভাবিকের চেয়ে বেশি গরমের আশঙ্কা, ঝুঁকিতে ভারতের গম উৎপাদন

চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি দেখতে পারে ভারত। বিশেষ করে গম উৎপাদনকারী রাজ্যগুলোতে গড় তাপমাত্রার চেয়ে অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিছু দিনের জন্য বেশি থাকতে পারে। যা শস্যের জন্য ঝুঁকিপূর্ণ। অর্থাৎ ক্ষতিকর। দেশটির আবহাওয়া বিভাগের দুইটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সুইডেনে কোরআন পোড়ানো সেই ব্যক্তিকে গুলি করে হত্যা

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় বিচারের মুখোমুখি থাকা ইরাকি শরণার্থী ও ইসলামবিরোধী কর্মী সালওয়ান মোমিকা গুলিতে নিহত হয়েছেন। আদালতের রায় ঘোষণার কয়েক ঘণ্টা আগে বুধবার (২৯ জানুয়ারি) রাতে স্টকহোমের নিকটবর্তী সডারতালিয়ে শহরে তাকে গুলি করা হয়। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে সুইডিশ পুলিশ।

ওয়াশিংটনে উড়োজাহাজ-হেলিকপ্টার বিধ্বস্তে মৃত্যু বেড়ে ৩০

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাত্রীবাহী প্লেন ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় প্লেনটিতে ৬৪ জন ও হেলিকপ্টারে তিনজন আরোহী ছিলেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নির্বাচন ঘিরে মিয়ানমারে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা

জান্তা সরকার এমন এক সময় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে যখন দেশজুড়েই গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিদ্রোহীগোষ্ঠীগুলোর কাছে নিয়ন্ত্রণ হারিয়েছে। তাই আশঙ্কা করা হচ্ছে নির্বাচনের পরিকল্পনাকে ঘিরে সহিংসতা তীব্র হয়ে ওঠতে পারে। বিদ্রোহী বাহিনীগুলো একইসঙ্গে সরকার ও নির্বাচনের বিরোধিতা করছে। এই পরিস্থিতিতে উভয়পক্ষ আঞ্চলিক নিয়ন্ত্রণ জোরদার করার চেষ্টা করছে।

৩০ হাজার অভিবাসীকে গুয়ান্তানামো বে কারাগারে পাঠাবেন ট্রাম্প

মার্কিন নির্বাচনের আগে এবং পরে অবৈধ অভিবাসীদের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে সবচেয়ে বেশি সোচ্চার দেখা গেছে। দ্বিতীয় বারের মতো ক্ষমতায় এসে ‍শুরুতেই তিনি অভিবাসীদের ওপর কঠোর হয়েছেন। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময়ই অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তার দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এ সম্পর্কিত একাধিক নির্বাহী আদেশ জারি করেছেন।

ইসরায়েল ও হামাসের মধ্যে ফের বন্দিবিনিময় শুরু

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ৩০ শিশুসহ অন্তত ১১০ ফিলিস্তিনিকে মুক্তি দিতে যাচ্ছে ইসরায়েল। এর বিপরীতে আট জিম্মিকে ছেড়ে দেবে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ। জিম্মিদের মধ্যে তিনজন ইসরারেলি নাগরিক বাকি পাঁচজন থাই।