চলতি এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচেই বাগড়া দিয়েছে বৃষ্টি। আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) ফাইনালে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, এদিন ৮০ থেকে ৯০ শতাংশ বৃষ্টি হতে পারে। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে ম্যাচ শুরু হবে। সেসময় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল ৫টা এবং সন্ধ্যা ৭টাও বৃষ্টি হবে। তবে রাতে বৃষ্টির প্রকোপ কমতে পারে।
লঙ্কান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর ১টা থেকে কলম্বোয় বৃষ্টি শুরু হবে। সন্ধ্যা ৭টা পর্যন্ত তা তা চলবে। ফলে মাঠে খেলা গড়ানোর সম্ভাবনা খুব কম। তবে গড়ালেও দুই দলকেই অন্তত ২০ ওভার করে খেলতে হবে। অন্যথায় ফলাফল নির্ধারণ হবে না।
এক্ষেত্রে ফাইনালি লড়াই যাবে সোমবার (১৮ সেপ্টেম্বর) রিজার্ভ ডে’তে। ওই দিনও বৃষ্টিতে খেলা শেষ না হলে উভয় দলকে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হবে।
এখন পর্যন্ত এশিয়া কাপে ৫ ম্যাচ খেলেছে ভারত। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে শুধু বৃষ্টি হয়নি। এছাড়া প্রতিটি ম্যাচে বৃষ্টিতে কিছু সময় হলেও খেলা বন্ধ থেকেছে। পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচ রিজার্ভ ডে’তে নিষ্পত্তি হয়।
২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও এসময়েই শ্রীলঙ্কাতে আয়োজন করা হয়েছিল। সেবারও ফাইনালে উঠেছিল ভারত ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী দিন এবং রিজার্ভ ডে’তে খেলা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত দুই দলকেই ট্রফি ভাগ করে দেয়া হয়।