উৎসবমুখর পরিবেশে রোববার ঐতিহ্যবাহী বসন্ত উৎসব উদযাপন শুরু করছেন চীনের মানুষ। রাজধানী বেইজিংসহ গোটা চীন জুড়েই লেগেছে উৎসবের রঙ।
বসন্ত উৎসবের নানা বর্ণিল উপকরণে সেজেছে চীন। দেখে মনে হয় চীন জুড়ে যেন আগুনের লালিমা ছড়িয়েছে। বসন্ত উৎসবে বড়দের চেয়ে শিশুদেরই আনন্দ-উদযাপন যেন বেশি। ঐতিহ্যবাহী বসন্ত উৎসব আর চান্দ্র নববর্ষের নান উপকরণ আর অনুসঙ্গ সম্পর্কে জেনে আর এ সবকে ভালোবেসে বড় হয়ে উঠছে চীনের আগামী প্রজন্ম।
ছবিতে চীনের বসন্ত উদযাপন
মধ্য চীনের হুনান শহরের ইয়াংচৌ শহরে উৎসবে সাজসজ্জা পছন্দ করছে শিশুরা।
পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের হুয়াইআন শহরে আসন্ন বসন্ত উৎসবকে স্বাগত জানাতে আয়োজিত একটি ইভেন্টের সময় বাচ্চারা চীনা অক্ষর “ফু” প্রদর্শন করে৷ এর অর্থ সৌভাগ্য।
মধ্য চীনের হুনান প্রদেশে একটি সেতুতে লোকেরা লণ্ঠনের সৌন্দর্য উপভোগ করছে।
পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হওচৌ শহরে বসন্ত উত্সবকে স্বাগত জানাতে শিশুরা কাগজ কেটে সাজসজ্জা করছে৷
পূর্ব চীনের শানতুং প্রদেশের ছিংতাও শহরের নদীতে নৈসর্গিক পরিবেশে বর্ণিল লণ্ঠনের সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা।
মধ্য চীনের হুনান প্রদেশের চংতিয়ান গ্রামের একটি বাড়িতে লণ্ঠন নিয়ে খেলছে ছেলেমেয়েরা।
মধ্য চীনের হেনান প্রদেশের লুইয়াং শহরের একটি পার্কে লোকেরা লণ্ঠনের সৌন্দর্য উপভোগ করছেন।
পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের ইয়াংচৌ শহরের লাল লণ্ঠন দিয়ে সজ্জিত তংকুয়ান স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা।
তথ্য ও ছবি: সিনহুয়া।