আজ রবিবার ২২ নভেম্বর ২০২০ খ্রিঃ ফরিদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রে জনাব অতুল সরকার নির্দেশক্রমে, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ বায়েজিদুর রহমানের নেতৃত্ত্বে জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ সোহেল শেখ মহোদয়, জেলা বাজার কর্মকর্তা জনাব মোঃ শাহাদত হোসেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর জনাব মোঃ বজলুর রশীদ খান এবং জেলা পুলিশ প্রশাসনের সম্বয়ে গঠিত একটি টিমের যৌথ প্রচেষ্টায় শহরের প্রাণ কেন্দ্র জনতা ব্যাংকের মোড়ে এবং হাজী শরিয়াতুল্লাহ বাজারে বিভিন্ন পেশাজিবী, পথচারী ও সর্বস্তরের জনসাধারণের মাস্ক ব্যাবহার বাধ্যতামূলক তথা স্বাস্হ্যবিধি আইন বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় অসংখ্য পথচারীও জনসাধারণ মাস্ক পরিধান না করায় তাদেরকে তাৎক্ষনিক অর্থদন্ড আরোপ ও আদায় করা হয় এবং একই সময়ে সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে আগত উপস্হিত জনসাধরনের মধ্যে মাস্ক বিতড়ন করা হয়।