করোনার টিকা পেতে অগ্রাধিকার তালিকায় এবার যুক্ত হলো শিক্ষা প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীরা। টিকা পেতে অনলাইনের মাধ্যমে তাদের নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর নির্দিষ্ট টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন তারা।
সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবিতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেন। এর পরিপ্রেক্ষিতে সরকারের দেয়া ঘোষণার পরই এই সিদ্ধান্ত নেয়া হলো।
এদিকে কোভ্যাক্স থেকে অ্যাস্ট্রাজেনেকার ৬ লাখ ডোজ টিকা পৌঁছেছে আফ্রিকার দেশ ঘানায়। এছাড়া অন্যান্য দেশেও এই টিকা পৌঁছে দিতে প্রস্তুত করা হয়েছে। জনসংখ্যা অনুপাতে বাংলাদেশও কোভ্যাক্স থেকে পাবে এই টিকা।