যুক্তরাজ্যে শনাক্ত কোভিড-১৯ এর নতুন একটি ধরন আরও দ্রুত ছড়াতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা।
এক বিবৃতিতে অধ্যাপক উয়িটি বলেছেন, “সোমবার যেমনটি ঘোষণা করা হয়েছিল, যুক্তরাজ্য পাবলিক হেলথ ইংল্যান্ডের জেনোমিক নজরদারির মাধ্যমে কোভিড-১৯ এর একটি নতুন ধরন শনাক্ত করেছে।
এটি মৃত্যুর হার আরও বৃদ্ধির কারণ যেন না হতে পারে, তা নিশ্চিত করতে জরুরিভিত্তিতে কাজ শুরু করা হয়েছে বলে শনিবার জানিয়েছেন তিনি।
নতুন ধরনটি আরও দ্রুত ছড়াতে পারে
করোনাভাইরাসের নতুন এই রূপটি আরও দ্রুত ছড়াতে পারে, এ বিষয়টি যুক্তরাজ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও (ডব্লিউএইচও) অবহিত করেছে বলে উয়িটি জানিয়েছেন।