করোনায় সৃষ্ট আর্থিক সংকটে কার্যক্রম গুটিয়ে নিয়েছে অসংখ্য কিন্ডারগার্টেন। আবার কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মালিকানা বদল হয়েছে অর্থের বিনিময়ে। এবার শিক্ষাপ্রতিষ্ঠান বিক্রির এ ধারায় যুক্ত হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ও। সম্প্রতি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিক্রি করে দিয়েছেন উদ্যোক্তারা। একইভাবে বেচাকেনার প্রক্রিয়ায় রয়েছে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা আরো কয়েকটি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান।
বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় ট্রাস্টের অধীনে। আইন অনুযায়ী, এসব উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান বিক্রির কোনো সুযোগ নেই। তবে ট্রাস্ট পুনর্গঠনের সুযোগ রয়েছে। সেটি অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমোদন সাপেক্ষে হতে হবে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিকে অন্ধকারে রেখেই চলছে বিশ্ববিদ্যালয় বেচাকেনা।
আর্থিক সংকটের কারণে সম্প্রতি বিক্রি করে দেয়া উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানটির নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। রাজধানীর গুলশানে ভাড়া করা ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করে আসা বিশ্ববিদ্যালয়টি কিনে নিয়েছে চট্টগ্রামভিত্তিক একটি বড় কনগ্লোমারেট। বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের একাধিক সদস্য বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও তাদের কেউই নাম প্রকাশ করে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
একজন ট্রাস্টি সদস্য বলেন, আইন অনুযায়ী আমাদের স্থায়ী ক্যাম্পাসে চলে যাওয়ার সময় হয়েছে। স্থায়ী ক্যাম্পাস করতে কমপক্ষে একশ থেকে দেড়শ কোটি টাকা প্রয়োজন। এ অর্থের জোগান দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এছাড়া করোনার কারণে শিক্ষার্থী ভর্তি ও টিউশন থেকে আয় কমে যাওয়ায় বিশ্ববিদ্যালয় চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। সবদিক বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবুল খায়ের গ্রুপ বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করবে। আশা করি তাদের হাত ধরে এ বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে।
কত টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয় বিক্রি করা হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লেনদেন বিষয়ে কোনো তথ্য প্রকাশের সুযোগনেই। তবে খুব বড় অংকের অর্থ বিনিময় হয়নি।
জানা গেছে, স্থায়ী ক্যাম্পাস করার জন্য কয়েক বছর ধরেই আর্থিক চাপে ছিল বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টির বোর্ড। করোনায় সৃষ্ট পরিস্থিতিতে সে আর্থিক সংকট আরো বেশি তীব্র হয়ে ওঠে। আর্থিক সংকট মোকাবেলা করতে না পেরেই সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি বিক্রি করে দিয়েছেন ট্রাস্টিরা। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে মূল উদ্যোক্তা ছিলেন চারজন। এরা হলেন রোকেয়া আফজাল রহমান, মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক মাহবুব আহমেদ ও মো. আমানউল্লাহ। এর মধ্যে তিনজনই ব্যবসায়ী। আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক। এছাড়া তাদের প্রত্যেকের পক্ষে তিনজন করে আরো ১২ জন সদস্য ট্রাস্টি বোর্ডে রয়েছেন।
পুরোপুরি নিয়ন্ত্রণে না নিলেও গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি অনলাইন সভায় চট্টগ্রামের বড় ব্যবসায়িক গ্রুপটির একজন উপব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তি যোগ দেন। ওই সভায় বিশ্ববিদ্যালয়ের বিওটি চেয়ারম্যান তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। সভায় অংশ নেয়া একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, হঠাৎ করেই অনলাইনের একটি সভায় বিওটি চেয়ারম্যান ব্যবসায়িক গ্রুপটির কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পাশাপাশি তাদের কাছে বিশ্ববিদ্যালয় বিক্রি করে দিয়েছেন বলে আমাদের জানান। এখন থেকে নতুন নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে বলে ওই সভায় জানানো হয়। এর পর থেকে ওই গ্রুপের কয়েকজন কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া করছেন।
এদিকে আর্থিক সংকটের কারণে বিক্রির প্রক্রিয়ায় রয়েছে আরো কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে রাজধানীর বনানীর একটি, উত্তরার একটি, চট্টগ্রামের একটি ও ফরিদপুরের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়া বিক্রির জন্য ক্রেতা খুঁজছে এমন অন্তত ১০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। সূত্র: বণিক বার্তা