ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন তামিম, পরানো হয়েছে রিং সাকিব আল হাসানের সম্পদ জব্দের নির্দেশ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে ট্রেনযাত্রা শুরু হয়েছে এক নজরে বিশ্ব সংবাদ: ২৩ মার্চ ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি ২৪ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৫ মার্চ মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রদান করবেন আরও দুটি আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে ফরিদপুরে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কারো রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই: ডিসিদের প্রধান উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:১৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০ Time View

জেলা প্রশাসকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  তিনি বলেন, এ সরকারের আমলে কারো রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই। কারো ধমক শুনবেন না।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর শাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, নিজের বিবেচনা ও আইন অনুযায়ী দেশের স্বার্থে যা করা দরকার, সেটাই করতে হবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সবসময় সজাগ থাকতে হবে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা আইন প্রণয়ন করেছি, কিন্তু তা গ্রাম-গঞ্জে পৌঁছায়নি। সিদ্ধান্ত কেন্দ্রে থেকে গেছে। এই দূরত্ব কমাতে হবে। মানুষকে অহেতুক হয়রানি করা যেন প্রশাসনের ধর্ম না হয়। সরকার মানেই হয়রানি নয়। বরং জনগণের অধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান কাজ।
এর আগে রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায়  তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সম্মেলন চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
Tag :

অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন তামিম, পরানো হয়েছে রিং

কারো রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই: ডিসিদের প্রধান উপদেষ্টা

Update Time : ১১:১৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

জেলা প্রশাসকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  তিনি বলেন, এ সরকারের আমলে কারো রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই। কারো ধমক শুনবেন না।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর শাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, নিজের বিবেচনা ও আইন অনুযায়ী দেশের স্বার্থে যা করা দরকার, সেটাই করতে হবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সবসময় সজাগ থাকতে হবে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা আইন প্রণয়ন করেছি, কিন্তু তা গ্রাম-গঞ্জে পৌঁছায়নি। সিদ্ধান্ত কেন্দ্রে থেকে গেছে। এই দূরত্ব কমাতে হবে। মানুষকে অহেতুক হয়রানি করা যেন প্রশাসনের ধর্ম না হয়। সরকার মানেই হয়রানি নয়। বরং জনগণের অধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান কাজ।
এর আগে রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায়  তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সম্মেলন চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।