কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুর ১২টার দিকে শহরের আলীপুরের ভাষাসৈনিক ইমামউদ্দিন আহমাদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামসুল হক ওরফে ভোলা মাস্টারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহসভাপতি শামীম হক, এফিবসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ,মিজানুল ইসলাম মিজু, জিয়াউল হাসান মিঠু, শওকত আলী জাহিদ প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা মানে বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত করা। বাংলাদেশের স্বাধীনতার ওপর আঘাত করা। এ আঘাত কিছুতেই আমরা মেনে নেব না।এরপর আর প্রতিবাদ নয়, প্রতিরোধ শুরু হবে। উস্কানিদাতাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তারা অবলিম্বে দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।