রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাটের বুড়িগঙ্গা নদীর অংশে একটি ওয়াটার বাস ডুবে গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ উদ্ধার কাজ করছে।
রোববার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
শেষ খবর অনুযায়ী পাঁচজন নারী পুরুষকে জীবিত ও একজন শিশু ও একজন পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
নৌ-পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার এসআই হাসান বলেন, রাত সোয়া ৮টার দিকে শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাট যাওয়ার বুড়িগঙ্গার নদীর অংশে তিসা ৫ নামক একটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে সরকারি একটি ওয়াটার বাস ডুবে গেছে।
তিনি বলেন, এ ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে নৌ-পুলিশ।
এদিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে সদরঘাট নদী ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিকবাজার থেকে ১টি ইউনিট ডুবুরিসহ উদ্ধার কাজ করছে।
ফায়ার সার্ভিস বলছে, ওয়াটার বাসটি নদী তীরের কাছাকাছি ডুবে যাওয়ায় ধারণা করা হচ্ছে অধিকাংশ লোক তীরে উঠে গেছে।