ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার চড়াইল খেলার মাঠ এলাকায় তিনতলা একটি ভবন ধসে পড়েছে। শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। এসময় ভবনে থাকা ৮ জন বাসিন্দা আটকা পড়েন। এরপর সাড়ে ৯টায় কেরানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে জীবিত অবস্থায় ওই ৮ জনকে উদ্ধার করেছে।
ওই ভবন মালিকের নাম ইলোন। পাশে আরও দুটি ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ঢাকার কেরানীগঞ্জের পূর্বাচল খেলার মাঠের পাশে একটি তিন তলা ভবন ধসে পড়েছে। ধসে পড়া ভবন থেকে আহত অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তিন তলা ভবনটিতে একটি পরিবার বসবাস করছিল বলে জানা গেছে। কিন্ত ওই পরিবারে কতজন সদস্য ছিলেন তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।