খুলনায় অভ্যন্তরীণ সব রুটে ২৪ ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতি। শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
কী কারণে বাস বন্ধ থাকবে সে ব্যাপারে বাস মালিক সমিতির নেতারা সুনির্দিষ্টভাবে কিছু বলছে না। তবে বিএনপি নেতারা বলছেন, শনিবার খুলনায় অনুষ্ঠিতব্য বিএনপির সমাবেশে নেতাকর্মীদের আসা-যাওয়া বাধাগ্রস্ত করতে পুলিশ চাপ প্রয়োগ করে বাস চলাচল বন্ধ করছে।
বিএনপির নেতাদের অভিযোগ, শনিবার খুলনায় বিএনপির সমাবেশের কর্মসূচি রয়েছে। সমাবেশকে কেন্দ্র করে যাতে করে অন্য জেলার নেতাকর্মীরা সমাবেশে যেতে না পারেন, সেজন্যই পরিবহন বন্ধ রাখা হচ্ছে।
খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সেজন্য এ পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবহন বন্ধ থাকলেও সমাবেশ হবে।
জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রতিবাদসহ কয়েকটি দাবিতে গত ৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে দেশের ছয় সিটিতে গত নির্বাচনের মেয়র প্রার্থীদের নেতৃত্বে বিভাগীয় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন জানান, তারা শুনেছেন শনিবার খুলনায় বিশৃঙ্খলা হতে পারে। সে কারণে ২৪ ঘন্টা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খুলনা মটর বাস মালিক সমিতির সভাপতি আবদুল গফফর বিশ্বাস জানান, বাস চলাচল বন্ধ থাকবে, তবে কী কারণে তা তিনি বলতে পারবেন না।
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, শনিবার বেলা ৩টায় নগরীর মহারাজ চত্বরে বিএনপির সমাবেশ আয়োজন করা হয়েছে। ওই সমাবেশ বাধাগ্রস্ত করতে পুলিশ বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক নেতাদের চাপ দিয়ে বাস বন্ধ করে দিচ্ছে। তিনি বলেন, বাস বন্ধ করে সমাবেশ বন্ধ করা যাবে না।