স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জেলা ফরিদপুর। বঙ্গবন্ধুর শৈশব, রাজনৈতিক জীবন ও সংগ্রাম, স্বাধীনতা অর্জন এবং স্বাধীনতা অর্জন পরবর্তী দেশ গঠনের সকল পর্যায়ের সাথেই নিবিড় ভাবে জড়িত এই জেলা। বঙ্গবন্ধু ও ফরিদপুর যেন এক অভিন্ন সত্তা।
এই বাস্তবতাকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণময় জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য অংশকে উপজীব্য করে ফরিদপুরের গোয়ালচামটে “মুক্তিযুদ্ধের জাতীয় স্মৃতিসৌধ ও জাদুঘরসহ বঙ্গবন্ধু উদ্যান” শীর্ষক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
এই প্রকল্পের আওতায় রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির পিতার জীবনী ভিত্তিক ই-বুক, মাননীয় প্রধানমন্ত্রীর লিখনিতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সংক্রান্ত ই-বুক, ফরিদপুরের ইতিহাস এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনার audio visual রিপ্রেজেন্টেশন। প্রায় ১৫.৭১ একর জমিতে গড়ে উঠবে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও জাদুঘর সহ বঙ্গবন্ধু উদ্যান। ফলে স্থানীয় জনগণ ও দেশি-বিদেশি পর্যটকগণ বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে।
ফরিদপুর হয়ে উঠবে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।তথ্য সূত্র: জেলা প্রশাসন, ফরিদপুর