ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি ১৬ জানুয়ারি পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেওয়া, রাজনৈতিক প্রভাবমুক্ত করার সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন যেকোনো নাগরিক দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ব্যাংকগুলো নগদ টাকার চাহিদা মেটাতে এক ব্যাংক অন্য ব্যাংক থেকে ধার করছে বৃহস্পতিবার মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ পরিবর্তনের সুপারিশ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস করার সুযোগ নেই ফরিদপুরের কৃতি সন্তান সাবেক আইজিপি এম আজিজুল হকের ইন্তেকাল সবজি ছাড়া নিত্যব্যবহার্য প্রায় সব পণ্যের দাম বেড়েছে, মূল্যস্ফীতি চরম পর্যায়ে সংবিধান সংস্কারে গঠিত কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দিতে যাচ্ছে আজ

“গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে চৌধুরী কামাল ইউসুফ একজন অনুকরণীয় নেতৃত্ব ছিলেন”

  • মাহবুব পিয়াল
  • Update Time : ১২:৪২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • ১৬ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এমপি চৌধুরী কামাল ইবনে ইউসুফ তার মহৎ কর্মের মাধ্যমেই আজীবন দেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তিনি একজন অনুকরণীয় নেতৃত্ব ছিলেন। তার মত ব্যক্তিত্বের মৃত্যু নেই। তিনি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন।

সাবেক মন্ত্রী ও ফরিদপুর সদর-৩ আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আলোচকগণ একথা বলেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে শহরের কমলাপুর এ ময়জুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ফরিদপুর সদরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ অংশ নেন।

এ সময় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল তার বক্তব্যে চৌধুরী কামাল ইবনে ইউসুফের বাস্তবায়িত নানান উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা তুলে ধরে বলেন, ফরিদপুর সদর আসন থেকে আমরা কামাল ইবনে ইউসুফ এর যোগ্য উত্তরসূরী হিসেবে তার জ্যেষ্ঠ মেয়ে চৌধুরী নায়াব ইউসুফকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রতিনিধি হিসেবে দেখতে চাই।

অনুষ্ঠানে বক্তব্যকালে চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর জ্যেষ্ঠ মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, আমার আব্বার কথা বলতে গেলে আমি আবেগাপ্লুত হয়ে যাই। তার অনুপস্থিতিতে আমরা যখন পথে-ঘাটে সাধারণ মানুষের মাঝে যাই, তখন তাদের কাছে শুনতে পাই তিনি তাদের জন্য কত কিছু করে গেছেন। এজন্যই তিনি যতবার নির্বাচন করেছেন ততবারই বিজয় হয়েছেন। তিনি অত্যন্ত নিরহংকারী ছিলেন।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক এ বি এম সাত্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক এম এ সামাদ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর হোসেন, ড্যাবের জেলা শাখার সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম, কৃষকদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ। বক্তাগণ এই মহৎ রাজনীতিবিদের পূর্বপুরুষও ছিলেন জনদরদী সমাজসেবক ও রাজনীতিবিদ । তাদের আদর্শকে ধারণ করে স্বাস্থ্য ও শিক্ষাখাত সহ সমাজের প্রত্যেকটি সেক্টরে গণমানুষের উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা রেখে গেছেন।

আলোচনা সভা শেষে চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন দরগা মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।

এ সময় চৌধুরী কামাল ইবনে ইউসুফের কনিষ্ঠ ভ্রাতা ভাই ফয়সাল ইউসুফ, মেজ মেয়ে সিমাব ইউসুফ পরিবারের সদস্য হিতাকাঙ্খী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আজকের নামাজের সময়সূচি ১৬ জানুয়ারি

“গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে চৌধুরী কামাল ইউসুফ একজন অনুকরণীয় নেতৃত্ব ছিলেন”

Update Time : ১২:৪২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এমপি চৌধুরী কামাল ইবনে ইউসুফ তার মহৎ কর্মের মাধ্যমেই আজীবন দেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তিনি একজন অনুকরণীয় নেতৃত্ব ছিলেন। তার মত ব্যক্তিত্বের মৃত্যু নেই। তিনি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন।

সাবেক মন্ত্রী ও ফরিদপুর সদর-৩ আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আলোচকগণ একথা বলেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে শহরের কমলাপুর এ ময়জুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ফরিদপুর সদরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ অংশ নেন।

এ সময় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল তার বক্তব্যে চৌধুরী কামাল ইবনে ইউসুফের বাস্তবায়িত নানান উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা তুলে ধরে বলেন, ফরিদপুর সদর আসন থেকে আমরা কামাল ইবনে ইউসুফ এর যোগ্য উত্তরসূরী হিসেবে তার জ্যেষ্ঠ মেয়ে চৌধুরী নায়াব ইউসুফকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রতিনিধি হিসেবে দেখতে চাই।

অনুষ্ঠানে বক্তব্যকালে চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর জ্যেষ্ঠ মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, আমার আব্বার কথা বলতে গেলে আমি আবেগাপ্লুত হয়ে যাই। তার অনুপস্থিতিতে আমরা যখন পথে-ঘাটে সাধারণ মানুষের মাঝে যাই, তখন তাদের কাছে শুনতে পাই তিনি তাদের জন্য কত কিছু করে গেছেন। এজন্যই তিনি যতবার নির্বাচন করেছেন ততবারই বিজয় হয়েছেন। তিনি অত্যন্ত নিরহংকারী ছিলেন।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক এ বি এম সাত্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক এম এ সামাদ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর হোসেন, ড্যাবের জেলা শাখার সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম, কৃষকদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ। বক্তাগণ এই মহৎ রাজনীতিবিদের পূর্বপুরুষও ছিলেন জনদরদী সমাজসেবক ও রাজনীতিবিদ । তাদের আদর্শকে ধারণ করে স্বাস্থ্য ও শিক্ষাখাত সহ সমাজের প্রত্যেকটি সেক্টরে গণমানুষের উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা রেখে গেছেন।

আলোচনা সভা শেষে চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন দরগা মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।

এ সময় চৌধুরী কামাল ইবনে ইউসুফের কনিষ্ঠ ভ্রাতা ভাই ফয়সাল ইউসুফ, মেজ মেয়ে সিমাব ইউসুফ পরিবারের সদস্য হিতাকাঙ্খী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।