ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৬০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
ইসরায়েলি বাহিনী উত্তর গাজা সিটিতে একটি বাড়িতে বোমা হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা করেছে। এ ছাড়া দেইর এল-বালাহতে আরেকটি বাড়িতে হামলায় ৯ জন এবং খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে একটি মিডিয়া তাঁবুতে হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। এভাবে মোট ৬০ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমবার গাজাবাসীদের জন্য ছিল এক অত্যন্ত কঠিন দিন। ইসরায়েলি সেনারা বেসামরিক নাগরিকদের বাড়িতে হামলা চালাতে যুদ্ধবিমান ও কামান ব্যবহার করেছে। গাজার হাসপাতালগুলোর মর্গে ভয়াবহ দৃশ্য দেখা গেছে, যেখানে একদিকে ছিন্নভিন্ন আহত ব্যক্তিরা, অন্যদিকে মৃতদেহের সংখ্যা বেড়ে চলেছে।
আল-জাজিরা আরও জানিয়েছে, ইসরায়েলি হামলার এলাকা থেকে প্রায়ই শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। চিকিৎসক এবং স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসছেন। এই অবস্থা সত্ত্বেও গাজার হাসপাতালগুলো সীমিত সম্পদ নিয়েও চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে। যদিও শ্বাসরুদ্ধকর অবরোধ, সীমান্তের বন্ধ থাকা এবং চিকিৎসা সরবরাহে নিষেধাজ্ঞার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া হামলা এখনও চলমান। যুদ্ধবিরতির চুক্তি একাধিকবার ভেঙে গিয়ে পুনরায় আক্রমণ শুরু হয়েছে। ২০২৩ সাল থেকে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা প্রায় ৫১ হাজার এবং আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজারের বেশি। বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সূত্র: আল-জাজিরা