ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি হয়েছে এক নজরে বিশ্ব সংবাদ: ২৭ এপ্রিল ২০২৫ এখনও মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত দেশের জনগণের জন্য ভালো সমাধান: প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বক্তব্য প্রদান বন্ধ করতে পারবেন না বলে জানান মোদি: ড. ইউনূস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি ২৮ এপ্রিল পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে দেশের পথে রওয়ানা হয়েছেন প্রধান উপদেষ্টা সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন দেশে ফিরছেন রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ আগাম সতর্কতা ছাড়াই ঝিলাম নদীর পানি ছেড়ে দেওয়ায় বন্যার কবলে পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একাংশ

গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার সিভিল ডিফেন্স সংস্থার তথ্য অনুযায়ী, এতে অন্তত ৩৪ জন ফিলিস্তিনি নিহত ও ৭০ জন আহত হয়েছেন।

তবে বার্তা সংস্থা রয়টার্স চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় গাজা উপত্যকায় অন্তত ১০০ জন নিহত হয়েছে, যাদের মধ্যে শিশুও রয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হামাসের ‘সন্ত্রাসী স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে বড় হামলা। যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর এই হামলা চালানো হলো।

গাজার বিভিন্ন এলাকায় হামলা হয়েছে, যার মধ্যে দেইর আল-বালাহ, গাজা সিটি, খান ইউনিস ও রাফা রয়েছে। বাড়ি ও ভবন ধ্বংস হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলার নির্দেশ দেন। ইসরায়েল বলছে, হামাস তাদের জিম্মিদের মুক্তি দিতে অস্বীকার করেছে, তাই তারা কঠোর সামরিক পদক্ষেপ নিয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, হামলার আগে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আলোচনা করেছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ভয়াবহ সামরিক অভিযান শুরু করে, যাতে এখন পর্যন্ত ৪৮ হাজার ৫২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার প্রায় ৭০ শতাংশ ভবন ধ্বংস হয়েছে, লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খাদ্য, ওষুধ, পানি ও আশ্রয়ের তীব্র সংকট চলছে।

তথ্যসূত্র: বিবিসি, আলজাজিরা

Tag :

ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি হয়েছে

গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

Update Time : ১০:৫১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার সিভিল ডিফেন্স সংস্থার তথ্য অনুযায়ী, এতে অন্তত ৩৪ জন ফিলিস্তিনি নিহত ও ৭০ জন আহত হয়েছেন।

তবে বার্তা সংস্থা রয়টার্স চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় গাজা উপত্যকায় অন্তত ১০০ জন নিহত হয়েছে, যাদের মধ্যে শিশুও রয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হামাসের ‘সন্ত্রাসী স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে বড় হামলা। যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর এই হামলা চালানো হলো।

গাজার বিভিন্ন এলাকায় হামলা হয়েছে, যার মধ্যে দেইর আল-বালাহ, গাজা সিটি, খান ইউনিস ও রাফা রয়েছে। বাড়ি ও ভবন ধ্বংস হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলার নির্দেশ দেন। ইসরায়েল বলছে, হামাস তাদের জিম্মিদের মুক্তি দিতে অস্বীকার করেছে, তাই তারা কঠোর সামরিক পদক্ষেপ নিয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, হামলার আগে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আলোচনা করেছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ভয়াবহ সামরিক অভিযান শুরু করে, যাতে এখন পর্যন্ত ৪৮ হাজার ৫২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার প্রায় ৭০ শতাংশ ভবন ধ্বংস হয়েছে, লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খাদ্য, ওষুধ, পানি ও আশ্রয়ের তীব্র সংকট চলছে।

তথ্যসূত্র: বিবিসি, আলজাজিরা