গাজা উপত্যকার একটি স্কুলে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ওই হামলায় আরো কয়েক ডজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। খবর: বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি ওই স্কুলটিতে আশ্রয় নিয়েছেলেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় বলছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
অন্যদিকে আইডিএফের অন্যান্য হামলায় আরো ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় যেই স্কুলে ইসরাইল হামলা চালিয়েছে সেখানে আগুনের কুণ্ডলির সাথে ব্যাপক ধোঁয়া উড়ছে এবং শিশুরা চিৎকার করছে। ওই হামলায় ক্ষতিগ্রস্তদের সাহায্যর জন্য এদিক-সেদিক ছোটাছুটি করতেও দেখা যায়।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরাইলিকে হত্যা এবং প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাস। একইদিন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। ইতিমধ্যে ছোট্ট এই উপত্যকায় ইসরায়েলের হামলায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।