ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন তামিম, পরানো হয়েছে রিং সাকিব আল হাসানের সম্পদ জব্দের নির্দেশ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে ট্রেনযাত্রা শুরু হয়েছে এক নজরে বিশ্ব সংবাদ: ২৩ মার্চ ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি ২৪ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৫ মার্চ মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রদান করবেন আরও দুটি আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে ফরিদপুরে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

গাজীপুরে মোজাম্মেলের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৭ জন ঢাকা মেডিকেলে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:১৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪ Time View

গাজীপুরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর ও লুটপাট ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের হামলায় আহতদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় বেলা ১১টায় ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে গাজীপুর থেকে সাতজনকে জরুরি বিভাগে আনা হয়। তাদের চিকিৎসা চলছে।

তারা হলেন- গাজীপুরের সাইন বোর্ডের কামারজুরি এলাকার ফজলুর ছেলে শুভ শাহরিয়া (১৬), গাছা থানার শরীফপুর এলাকার মেহের আলীর ছেলে ইয়াকুব (২৪), টঙ্গী পূর্ব থানার মধুমিতা রোড এলাকার গণেশ ঘোষের ছেলে সৌরভ (২২), গাছা থানার আলহেরা পেট্রোল পাম্প এলাকার হাজী জামালের ছেলে কাশেম (১৭) এবং গাজীপুর সদর থানার জোড়পুকুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে হাসান (২২)। বাকি দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনায় ১৩ জন আহতের খবর দেয় গাজীপুর মহানগর পুলিশের এডিসি (উত্তর) রবিউল ইসলাম।

আহত সৌরভের বন্ধু পিয়াস সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ৮টার দিকে মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি ও লুটপাটের খবর শুনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে যায়। এ সময় আওয়ামী লীগ ও স্থানীয় লোকজন মাইকিং করে তাদের ওপর হামলা চালায়। এতে আমার বন্ধুসহ অনেকেই আহত হয়। তাদের মধ্যে সাতজনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

হামলায় আহত ১৩ জনের মধ্যে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাবিল। তিনি সাংবাদিকদের বলেন, সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে লুটপাটের খবর পেয়ে আমাদের কয়েকজন সেখানে যান। পরে আমিও সেখানে গিয়ে লুটপাটের ঘটনা দেখতে পাই। এ সময় এলাকাবাসীদের লুটপাট থামাতে সহযোগিতা করার আহ্বান জানানোর পরই কিছু মুখোশধারী লোক আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মারধর করে। পরে আমি গাছা থানা, বাসন থানা, টঙ্গী থানা ও সদর থানায় খবর দেই। তবে তারা আসতে দেরি করে।

তিনি বলেন, হামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বেশকিছু শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীরা এভাবে আহত হত না। এ ঘটনার দ্রুত বিচার চাই।

খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান রবিউল হাসান।

Tag :

অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন তামিম, পরানো হয়েছে রিং

গাজীপুরে মোজাম্মেলের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৭ জন ঢাকা মেডিকেলে

Update Time : ০৯:১৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

গাজীপুরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর ও লুটপাট ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের হামলায় আহতদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় বেলা ১১টায় ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে গাজীপুর থেকে সাতজনকে জরুরি বিভাগে আনা হয়। তাদের চিকিৎসা চলছে।

তারা হলেন- গাজীপুরের সাইন বোর্ডের কামারজুরি এলাকার ফজলুর ছেলে শুভ শাহরিয়া (১৬), গাছা থানার শরীফপুর এলাকার মেহের আলীর ছেলে ইয়াকুব (২৪), টঙ্গী পূর্ব থানার মধুমিতা রোড এলাকার গণেশ ঘোষের ছেলে সৌরভ (২২), গাছা থানার আলহেরা পেট্রোল পাম্প এলাকার হাজী জামালের ছেলে কাশেম (১৭) এবং গাজীপুর সদর থানার জোড়পুকুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে হাসান (২২)। বাকি দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনায় ১৩ জন আহতের খবর দেয় গাজীপুর মহানগর পুলিশের এডিসি (উত্তর) রবিউল ইসলাম।

আহত সৌরভের বন্ধু পিয়াস সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ৮টার দিকে মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি ও লুটপাটের খবর শুনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে যায়। এ সময় আওয়ামী লীগ ও স্থানীয় লোকজন মাইকিং করে তাদের ওপর হামলা চালায়। এতে আমার বন্ধুসহ অনেকেই আহত হয়। তাদের মধ্যে সাতজনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

হামলায় আহত ১৩ জনের মধ্যে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাবিল। তিনি সাংবাদিকদের বলেন, সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে লুটপাটের খবর পেয়ে আমাদের কয়েকজন সেখানে যান। পরে আমিও সেখানে গিয়ে লুটপাটের ঘটনা দেখতে পাই। এ সময় এলাকাবাসীদের লুটপাট থামাতে সহযোগিতা করার আহ্বান জানানোর পরই কিছু মুখোশধারী লোক আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মারধর করে। পরে আমি গাছা থানা, বাসন থানা, টঙ্গী থানা ও সদর থানায় খবর দেই। তবে তারা আসতে দেরি করে।

তিনি বলেন, হামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বেশকিছু শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীরা এভাবে আহত হত না। এ ঘটনার দ্রুত বিচার চাই।

খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান রবিউল হাসান।