বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৮ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ হেমন্তকাল, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
‘গাজায় ৬ লাখ ফিলিস্তিনির যাওয়ার কোনো জায়গা নেই’ ‘কনসেশন চুক্তি’ বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়াতে আরো সহায়ক হবে বিশ্বের ৪৬তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা; ফোর্বসের প্রতিবেদন আওয়ামী লীগ সরকার দেশে সবসময় গণতন্ত্র, সংবিধান, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি স্কুলে আবারও ইসরায়েলি হামলা, নিহত ২৫ ঘূর্ণিঝড় মিগজাউমের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের দক্ষিণাঞ্চল; মৃত্যু বেড়ে ১৭ দ্বিতীয় দিনের মতো ইসিতে চলছে আপিল কার্যক্রম নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্ট ম্যাচে টস ভাগ্যে জিতেছে বাংলাদেশ নেতা-কর্মীদের সাথে দেখা বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন :আওয়ামী লীগের নৌকা) প্রার্থী জয়ী হয়েছেন ৪৮ জন, স্বতন্ত্র ৪ জন এবং বিএনপি ১ জন

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৮ Time View
দেশের ৩৪টি জেলার ৫৫ পৌরসভায় চতুর্থ ধাপের নির্বাচনে ভোটগ্রহণ হলো রোববার।  এর মধ্যে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী জয়ী হয়েছেন ৪৮ জন, স্বতন্ত্র ৪ জন এবং বিএনপি থেকে একমাত্র বিজয়ী হয়েছেন তাসকিন আহমেদ চিশতি।
সাতক্ষীরা পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী তাসকিন আহমেদ চিশতি আওয়ামী লীগ প্রার্থীর দ্বিগুণ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো মেয়র হয়েছেন। তিনি পেয়েছেন ২৫০৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩২২১ ভোট। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ নাসিরুল হক পেয়েছেন ১৩০৫০ ভোট এবং জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল হুদা পেয়েছেন ২৮৮৮ ভোট।
নির্বাচনে বিজয়ী অন্যরা: কলাপাড়া (পটুয়াখালী) বিপুল চন্দ্র হাওলাদার (আ’লীগ), কচুয়া (চাঁদপুর) নাজমুল আলম স্বপন (আ’লীগ), চুনারুঘাট (হবিগঞ্জ) সাইফুল আলম রুবেল (আ’লীগ), বান্দরবান মো. ইসলাম বেবী (আ’লীগ), কালাই (জয়পুরহাট), রাবেয়া সুলতানা (আ’লীগ), তাহেরপুর (রাজশাহী) আবুল কালাম আজাদ (আ’লীগ), বরাইগ্রাম মাজেদুল বারী নয়ন (আ’লীগ), আখাউড়া-তাকজিল খলিফা কাজল (আ’লীগ), বাজিতপুর আনোয়ার হোসেন আশরাফ (আ’লীগ), ফুলপুর (ময়মনসিংহ) শশধর সেন (আ’লীগ), শ্রীবরদী মোহাম্মদ আলী লাল মিয়া (আ’লীগ)।
হোমনা অ্যাডভোকেট নজরুল ইসলাম (আ’লীগ), করিমগঞ্জ হাজী মোসলেহ উদ্দিন (আ’লীগ), শিবগঞ্জ মুনিরুল ইসলাম (আ’লীগ), ঠাকুরগাঁও আঞ্জুমান আরা (আ’লীগ), মাটিরাঙ্গা সামছুল হক (আ’লীগ), সাতক্ষীরা তাজকিন আহমেদ চিশতী (বিএনপি), বাগেরহাট খান হাবিবুর রহমান (আ’লীগ), হোসেনপুর আবদুল কাইয়ুম খোকন (আ’লীগ), বাঘারপাড়া কামরুজ্জামান বাচ্চু (আ’লীগ), রানীশংকাইল মুস্তাফিজুর রহমান মোস্তাক (আ’লীগ), জীবননগর মো. রফিকুল ইসলাম (আ’লীগ), সোনাইমুড়ি ভিপি নুরুল হক চৌধুরী (আ’লীগ), চাটখিল ভিপি মো. নিজাম উদ্দিন (আ’লীগ), আলমডাঙ্গা হাসান কাদির পনু (আ’লীগ)।
চাটখিল ভিপি মো. নিজাম উদ্দিন (আ’লীগ), আলমডাঙ্গা হাসান কাদির পনু (আ’লীগ), নেত্রকোনা নজরুল ইসলাম খান (আ’লীগ), রামগতি এম মেজবাহ উদ্দিন (আ’লীগ), ফরিদগঞ্জ আবুল খায়ের পাটোয়ারী (আ’লীগ), চৌগাছা নূরউদ্দিন আল মামুন হিমেল (আ’লীগ),লালমনিরহাট রেজাউল করিম স্বপন (স্বতন্ত্র), পাটগ্রাম রাশেদুল ইসলাম সুইট  (আ’লীগ), শেরপুর গোলাম কিবরিয়া লিটন (আ’লীগ), আক্কেলপুর শহীদুল ইসলাম চৌধুরী (আ’লীগ), মুলাদী শফিউজ্জামান রুবেল (আ’লীগ), বানারীপাড়া অ্যাডভোকেট সুভাষ চন্দ্র (আ’লীগ), রাজবাড়ী আলমগীর হোসেন তিতু (স্বতন্ত্র), তানোর ইমরুল হক (আ’লীগ)।
নগরকান্দা নিমাই চন্দ্র সরকার (আ’লীগ), ত্রিশাল এবিএম আনিছুজ্জামান  (স্বতন্ত্র), রাঙ্গামাটি আকবর হোসেন চৌধুরী (আ’লীগ), গোয়ালন্দ নজরুল ইসলাম মণ্ডল (আ’লীগ), চন্দনাইশ মাহাবুবুল আলম খোকা (আ’লীগ), কানাইঘাট লুৎফুর রহমান (আ’লীগ), দাউদকান্দি নাঈম ইউসুফ সেইন (আ’লীগ), পটিয়া আইয়ুব বাবুল (আ’লীগ), মিরকাদিম (মুন্সীগঞ্জ) আব্দুস সালাম (আ’লীগ), গোদাগাড়ী (রাজশাহী) মো. মনিরুল ইসলাম বাবু  (স্বতন্ত্র)।
মাধবদী মোশাররফ হোসেন মানিক (আ’লীগ)। গোপালপুর রকিবুল হক ছানা (আ’লীগ), কালিহাতী নুরুন্নবী সরকার (আ’লীগ), মেলান্দহ শফিক জাহেদী রবিন (আ’লীগ)।
এর আগে সাতকানিয়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ জোবায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এদিকে নরসিংদী পৌরসভার চারটি কেন্দ্র স্থগিত করা হয়েছে। এছাড়া শরীয়তপুরের ডামুড্যা পৌরসভায় ২টি কেন্দ্রের ভোট স্থগিত রয়েছে।
More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102