রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই দেশের সকল উপ-প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছে ইউক্রেন। সোমবার স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তবে বরখাস্তের কোন কারণ জানা যায়নি ।
এসব উপপ্রতিরক্ষামন্ত্রীর মধ্যে রয়েছেন হান্না মালিয়ার, ভলোদিমির হ্যাভ্রিলোভ, রোস্তিস্লাভ জামলিন্সকি, ডেনিস শারাপোভ, আন্দ্রি শেভচেঙ্কো এবং চিতালি দেইনেহা।
গত ৬ সেপ্টেম্বর দেশটিতে নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দেয়ার পর এ সিদ্ধান্ত নিল দেশটির সরকার। এরপরেই আজ ঘোষণা এলো।
বরখাস্ত উপমন্ত্রীদের মধ্যে একজন রয়েছেন হানা মালিয়ার। তিনি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের বিষয়ে পাবলিক আপডেট জারি করতেন।
প্রায় দুই সপ্তাহ আগে ওলেক্সি রেজনিকভের স্থানে রুস্তেম উমেরভকে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দেয়া হয়। রেজনিকভ মন্ত্রী থাকার সময় তার মন্ত্রাণালয়টি দুর্নীতিগ্রস্ত ছিল বলে অভিযোগ পাওয়া যায়। যদিও তিনি নিজে কোনো অভিযোগের মুখোমুখি হননি।
উমেরভ যখন পদটি নেন, তখন অগ্রাধিকারের ভিত্তিতে কিছু কাজ করার কথা বলেছিলেন। এর মধ্যে রয়েছে- প্রতিরক্ষা বাহিনীর সমন্বয়ের জন্য মন্ত্রণালয়কে প্রধান প্রতিষ্ঠান করা, প্রত্যেক সৈনিকের মান বৃদ্ধি করা, ইউক্রেনের সামরিক শিল্পের বিকাশ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা।
রুস্তেম উমেরভ মুসলিম সংখ্যালঘু ক্রিমিয়ান তাতার সম্প্রদায়ের একজন নেতৃস্থানীয় সদস্য। দ্য গার্ডিয়ান জানিয়েছে, উমেরভ সোভিয়েত উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন। তার পরিবারকে স্ট্যালিনের অধীনে নির্বাসিত করা হয়েছিল এবং ১৯৮০ থেকে ১৯৯০ এর দশকে তাতারদের ফিরে আসার অনুমতি দেয়া হলে শৈশব বয়সেই তিনি ইউক্রেনের ক্রিমিয়ায় ফিরে আসেন।