ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা নিয়ে মিসরে চলমান শান্তি আলোচনার মধ্যেও ইসরাইল তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) গাজাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা। ফলে গত দুই বছরের যুদ্ধে ৬৬ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজা সিটির সাবরা ও তাল আল-হাওয়া আবাসিক এলাকা ও নিকটবর্তী শাতি ক্যাম্পের রাস্তা লক্ষ্য করে ইসরাইলি বাহিনী ড্রোন ও বিমান হামলা চালাচ্ছে।
এর আগে, গত শুক্রবার ট্রাম্প গাজায় বোমা হামলা বন্ধ করতে ইসরাইলকে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সেই শুক্রবার থেকেই গাজায় ইসরাইলি বাহিনীর হাতে কমপক্ষে ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার গাজার পূর্বাঞ্চলে একটি ছেলের মাথায় গুলি লেগেছে। এছাড়াও দক্ষিণে খান ইউনিসে পৃথক হামলায় কমপক্ষে ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মধ্য গাজার আজ-জুয়েদা থেকে আল জাজিরার সাংবাদিক হিন্দ খোদারি বলেন, ‘অব্যাহত বোমা হামলার মধ্যেও সবাই শান্তি চুক্তির অপেক্ষায় রয়েছে। ইসরাইলি বাহিনী একের পর এক আবাসিক এলাকা ধ্বংস করে দিচ্ছে। অথচ ফিলিস্তিনিরা ভেবেছিল, তারা ফিরে যাবে এবং নতুন করে জীবন শুরু করবে।’
যুক্তরাষ্ট্র-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এসিএলইডি জানায়, গাজায় গত দুই বছরে ইসরাইল কমপক্ষে ছয় হাজার ২৫০টি গোলাবর্ষণ এবং ১১ হাজার ১১০টিরও বেশি বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। গত দুই বছরে বিশ্বব্যাপী সংঘাতের কারণে মোট মৃত্যুর ১৪ শতাংশই ছিল গাজায়।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দুই বছরের যুদ্ধে গাজায় এক হাজার ৭০১ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।
আন্তজার্তিক ডেস্ক 


















