চীনের বাস্তুবিদ্যা ও পরিবেশ মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র ২০২০-এর দশকে জলবায়ু সম্পর্কিত কর্ম বৃদ্ধির বিষয়ে ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক করবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের আন্তর্জাতিক জলবায়ু নীতি বিষয়ক সিনিয়র উপদেষ্টা জন পোডেস্তা ৪ থেকে ৬ সেপ্টেম্বর চীন সফর করবেন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক চীনের বিশেষ দূত লিউ চেনমিনের সঙ্গে বৈঠকে সহ-সভাপতিত্ব করবেন।
দুই পক্ষই ওয়ার্কিং গ্রুপের কাঠামোর মধ্যে বাস্তব সহযোগিতা, উভয় দেশের অভ্যন্তরীণ জলবায়ু নীতির পদক্ষেপ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বহুপাক্ষিক প্রচেষ্টার বিষয়ে গভীরভাবে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।
চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৪ সালের জানুয়ারিতে ২০২০-এর দশকে জলবায়ু কার্যক্রম বৃদ্ধির বিষয়ে তাদের ওয়ার্কিং গ্রুপ চালু করে।
ওয়ার্কিং গ্রুপটি তাদের সান ফ্রান্সিসকো বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে গৃহীত ঐকমত্য বাস্তবায়নের জন্য এবং চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা জোরদার করার জন্য শুরু হয়।