ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি ১৬ জানুয়ারি পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেওয়া, রাজনৈতিক প্রভাবমুক্ত করার সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন যেকোনো নাগরিক দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ব্যাংকগুলো নগদ টাকার চাহিদা মেটাতে এক ব্যাংক অন্য ব্যাংক থেকে ধার করছে বৃহস্পতিবার মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ পরিবর্তনের সুপারিশ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস করার সুযোগ নেই ফরিদপুরের কৃতি সন্তান সাবেক আইজিপি এম আজিজুল হকের ইন্তেকাল সবজি ছাড়া নিত্যব্যবহার্য প্রায় সব পণ্যের দাম বেড়েছে, মূল্যস্ফীতি চরম পর্যায়ে সংবিধান সংস্কারে গঠিত কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দিতে যাচ্ছে আজ

টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর টহল জোরদার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৫৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • ১৮ Time View

টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে জুবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় টঙ্গীতে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড ও মিলগেট এলাকায় সেনাবাহিনী সদস্যদের টহল দিতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক টহলরত এক পেট্রোল কমান্ডার বলেন, সবসময়ের মতোই সেনাবাহিনী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে আছে। বিশেষত বিশ্ব ইজতেমা ঘিরে গতকালের ঘটনার পর আমরা আরো বেশি সতর্ক অবস্থানে রয়েছি।

সরেজমিনে জানা যায়, বিশ্ব ইজতেমা ময়দানের ভেতরে জুবায়েরপন্থী কয়েক হাজার মুসল্লি অবস্থান করছে। অন্যদিকে, তুরাগ নদীর পশ্চিম তীরে সাদপন্থীদের মসজিদের সামনে কয়েক হাজার মুসল্লি অবস্থান করছে। গতকাল বৃহস্পতিবার জুবায়েরপন্থীদের হামলায় সাদপন্থীদের পাঁচ মুরুব্বি আহত হন। এ ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে এবং ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে জুবায়েরপন্থীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, গতকাল জুবায়েরপন্থীদের হামলায় আমাদের পাঁচজন সাথী আহত এবং একটি গাড়ি ভাঙচুর হয়েছে। এই ঘটনায় আমাদের সাথী শিহাব উদ্দিন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় ৩৪ জনকে শনাক্ত ও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে জুবায়েরপন্থী মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, সাদপন্থীদের মিথ্যা মামলার প্রতিবাদে আজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেওয়া হবে।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, সাদপন্থীদের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।

Tag :

আজকের নামাজের সময়সূচি ১৬ জানুয়ারি

টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর টহল জোরদার

Update Time : ১০:৫৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে জুবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় টঙ্গীতে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড ও মিলগেট এলাকায় সেনাবাহিনী সদস্যদের টহল দিতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক টহলরত এক পেট্রোল কমান্ডার বলেন, সবসময়ের মতোই সেনাবাহিনী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে আছে। বিশেষত বিশ্ব ইজতেমা ঘিরে গতকালের ঘটনার পর আমরা আরো বেশি সতর্ক অবস্থানে রয়েছি।

সরেজমিনে জানা যায়, বিশ্ব ইজতেমা ময়দানের ভেতরে জুবায়েরপন্থী কয়েক হাজার মুসল্লি অবস্থান করছে। অন্যদিকে, তুরাগ নদীর পশ্চিম তীরে সাদপন্থীদের মসজিদের সামনে কয়েক হাজার মুসল্লি অবস্থান করছে। গতকাল বৃহস্পতিবার জুবায়েরপন্থীদের হামলায় সাদপন্থীদের পাঁচ মুরুব্বি আহত হন। এ ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে এবং ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে জুবায়েরপন্থীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, গতকাল জুবায়েরপন্থীদের হামলায় আমাদের পাঁচজন সাথী আহত এবং একটি গাড়ি ভাঙচুর হয়েছে। এই ঘটনায় আমাদের সাথী শিহাব উদ্দিন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় ৩৪ জনকে শনাক্ত ও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে জুবায়েরপন্থী মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, সাদপন্থীদের মিথ্যা মামলার প্রতিবাদে আজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেওয়া হবে।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, সাদপন্থীদের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।