সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। এই সিরিজের জন্য বিসিবি শনিবার বিকেলে ১৮ সদস্যের দল ঘোষণা করে। দলে নতুন মুখ পেসার হাসান মাহমুদ। অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর প্রথমবার টেস্ট দলে এসেছেন সাকিব আল হাসান। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
ইনজুরি শঙ্কা কাটিয়ে লাল বলের ক্রিকেটে জায়গা পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা ইয়াসির আলি রাব্বিকেও রাখা হয়েছে এই দলে। ফিরেছেন পেসার তাসকিন আহমেদও।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ৩ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় টেস্ট হবে ঢাকায় ১১ ফেব্রুয়ারি থেকে।
বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ।