নিষেধাজ্ঞা কাটিয়ে রাজার বেশেই ফিরলেন ওয়ানডে সিরিজে। টেস্ট সিরিজেও সেখান থেকেই শুরু করলেন সাকিব আল হাসান। ফিফটি দিয়ে শেষ হয়েছিল রঙিন পোশাকের সিরিজটি, সাদা পোশাকেও সিরিজের প্রথম ম্যাচেই উপহার দিলেন আরও এক ফিফটি।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের প্রথম দিন শেষে ৩৯ রানে অপরাজিত ছিলেন সাকিব। বৃহস্পতিবার দ্বিতীয় দিন সকালে এই অলরাউন্ডার অনায়াসেই পৌঁছে যান ফিফটিতে। ১১০ বলে স্পর্শ করেন তিনি ৫০ রান।
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ব্যাট হাতে ছন্দে ফিরতেই একটু সময় লাগছিল সাকিবের। টানা দুই ফিফটির পর বলা যায়, নিজের সেরায় ফেরার পথেই আছেন তিনি। টেস্টে এটি সাকিবের ২৫তম ফিফটি। তার সবশেষ টেস্ট ফিফটিও ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই, ২০১৮ সালের নভেম্বরে মিরপুরে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮টি ফিফটি হয়ে গেল তার, তবে সেঞ্চুরি নেই এখনও। সাকিবের ফিফটির আগেই অবশ্য বড় একটি ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান লিটন দাস ফিরে গেছেন জোমেল ওয়ারিক্যানের বলে বাজে এক শটে। শরীরের অনেক কাছে থাকা বল কাট করার জায়গা না থাকলেও এই চেষ্টা করতে গিয়ে বোল্ড হয়ে যান তিনি ৩৮ রানে।
তবে অন্য প্রান্তে সাকিব ফিরে যান ফিফটির পর। তবে এক প্রান্ত দিয়ে খেলে যাচ্ছেন মেহেদি মিরাজ। বাংলাদেশ ১৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪১৫ রানে ব্যাট করছে।
ক্রিজে থাকা মেহেদি মিরাজ ৯১ রান করে খেলছেন। তার সঙ্গী নাঈম হাাসন করেছেন ২৪ রান। এর আগে দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করে কর্নওয়ালের বলে ফিরে গেছেন সাকিব। সকালে সাজঘরে ফেরা লিটন দাস করেন ৩৮ রান। তাইজুলের ব্যাট থেকে আসে ১৮ রান।
এর আগে প্রথম দিন শেষে বাংলাদেশ ৫ উইকেটে ২৪২ রান তুলে শেষ করে। দলের পক্ষে ওপেনার সাদমান ইসলাম ৫৯ রানের ইনিংস খেলেন। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন বাঁ-হাতি এই ওপেনার।
এছাড়া তিনে নামা নাজমুল শান্ত ২৫ করে রান আউট হন। চারে নেমে মুমিনুল হক ২৬ এবং মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৩৮ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে স্পিনার জোমেল ওয়ারিকেন প্রথমদিন তুলে নেন তিন উইকেট।
বুধবার শুরু হওয়া টেস্টে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। চট্টগ্রামের উইকেট স্পিন সহায়ক। তবে প্রথম দু’দিন ব্যাটসম্যানদের দিকে রানের হাত বাড়িয়ে দেয়। সেই বিবেচনায় প্রথমদিন উইকেট একটু বেশিই হারিয়েছে বাংলাদেশ।