মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৭:৪৮ অপরাহ্ন
১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ট্রাম্পের সঙ্গ ছাড়ছে সোশ্যাল মিডিয়াগুলো, এবার ব্যবস্থা স্ন্যাপচ্যাটের

আন্তজার্তিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ২৪২ Time View

উগ্রতা ছড়োনোর দায়ে একের পর এক সোশ্যাল মিডিয়ায় প্রত্যাখ্যাত হচ্ছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমগুলোতে যেন ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞার হিড়িক পড়েছে। তাকে একঘরে করতে মরিয়া সামাজিক মাধ্যমগুলো। তারই ধারাবাহিকতায় এবার তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে ব্যবস্থা গ্রহণ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট।

বুধবার এক বিবৃতিতে স্ন্যাপচ্যাটের পক্ষ থেকে এ নিষিদ্ধের বিষয়টি জানানো হয় বলে সিএনএনের এক খবরে জানা গেছে।

স্ন্যাপচ্যাটের মুখপাত্র বলেন, গত সপ্তাহে এক ঘোষণায় আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের স্ন্যাপ অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিলাম। এখন আমাদের স্ন্যাপচ্যাট কমিউনিটির স্বার্থে স্থায়ীভাবে ব্যবস্থা নিয়েছি।

নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ২০ জানুয়ারির শপথ অনুষ্ঠান ঘিরে স্ন্যাপচ্যাট ব্যবহার করে ট্রাম্প আরও সহিংসতা উসকে দিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছিল। ঠিক সেই সময়ে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধের কথা জানাল।

স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ বলেছে, ট্রাম্পের ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা, বিদ্বেষমূলক বক্তৃতা ও সহিংসতা প্ররোচিত করার প্রয়াস তাদের প্রতিষ্ঠানের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি জননিরাপত্তার স্বার্থে তারা ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

ক্যাপিটল ভবনে সহিংস হামলার পরই ফেসবুক, টুইটার ও ইউটিউব কর্তৃপক্ষ ট্রাম্পকে নিষিদ্ধ করে।

টুইটার প্রথমে ট্রাম্পকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করলেও পরবর্তীতে ৮ জানুয়ারি তারা ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রথমে ট্রাম্পকে ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ করে। পরে এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ায়। এছাড়া ইউটিউব গত মঙ্গলবার ট্রাম্পের চ্যানেল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

গুগল ও অ্যাপল তাদের স্টোর থেকে রক্ষণশীলদের কাছে জনপ্রিয় সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম পার্লার সরিয়ে দিয়েছে। পার্লারের বিষয়ে আমাজনও ব্যবস্থা নিয়েছে।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102