বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৩১ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ হেমন্তকাল, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
বিশ্বের ৪৬তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা; ফোর্বসের প্রতিবেদন আওয়ামী লীগ সরকার দেশে সবসময় গণতন্ত্র, সংবিধান, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি স্কুলে আবারও ইসরায়েলি হামলা, নিহত ২৫ ঘূর্ণিঝড় মিগজাউমের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের দক্ষিণাঞ্চল; মৃত্যু বেড়ে ১৭ দ্বিতীয় দিনের মতো ইসিতে চলছে আপিল কার্যক্রম নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্ট ম্যাচে টস ভাগ্যে জিতেছে বাংলাদেশ নেতা-কর্মীদের সাথে দেখা বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক বুধবার দিনটি আপনার কেমন যাবে থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের অনুমতি দেয়া হবে না

ট্রাম্পের সুর নরম, অবশেষে বাইডেনের জয়কে স্বীকার করলেন

আন্তজার্তিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ২৮৪ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেছে বেশ কয়েকদিন আগেই। এখন চলছে নবনির্বাচিত জো বাইডেনকে অভিনন্দন জানানোর স্রোত। এতকিছু যখন চারদিকে; তখন বাইডেনকে প্রেসিডেন্ট ভাবা তো দূরের কথা; নিজের হারটাই মেনে নিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। তবে এবার বোধহয় বাতাস ঘুরেছে অন্যদিকে।

১৫ নভেম্বর, রবিবার এক টুইট বার্তায় এ বিষয়ে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু এখনো নির্বাচনে তার পরাজয়ের জন্য ষড়যন্ত্র তত্ত্বের ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছেন তিনি। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন।

ওই টুইটে বাইডেনের নাম উল্লেখ না করেই ট্রাম্প বলেন, ভোট জালিয়াতির কারণে নির্বাচনে জয় পেয়েছেন তিনি। নির্বাচনী পর্যবেক্ষণকারী কোনো ব্যক্তি বা সংস্থাকে ভোট গণনার সময় যেতে দেয়া হয়নি। চরম বামপন্থী মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন কিছু বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃত্ববাদী কায়দায় ভোট গণনার কাজ তদারকি করেছে। তাদের দুর্নাম রয়েছে। এসব কাজ করার জন্য তারা মোটেই উপযুক্ত নয়।

তিনি আরো বলেন, এই সব প্রতিষ্ঠান টেক্সাসে কাজ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়নি (সেখানে ট্রাম্প বিপুল ভোটে জয়ী হন)। এছাড়াও ভুয়া ও নীরব গণমাধ্যম এবং আরো অনেক কিছু এই কাজের সঙ্গে জড়িত ছিলো বলেও উল্লেখ করেন ট্রম্পা।

ভোটে হেরে আদালত পর্যন্তও গেছে তার দল রিপাবলিকান-এর সমর্থকরা। আমেরিকার কিছু এলাকায় এই নির্বাচন ঘিরে তার সমর্থকরা সহিংসতাও চালিয়েছেন। তবে সর্বশেষ বাইডেনকেই বিজয়ী ঘোষণা করা হয়।

নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০৬টি ইলেক্টোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন। জয়ের জন্য তার দরকার ছিল ২৭০ ভোট। ট্রাম্প পেয়েছেন মাত্র ২৩২টি ইলেক্টোরাল ভোট। ট্রাম্পের চেয়ে বাইডেন ৭৪টি ভোট বেশি পেয়েছেন।

ছবি: সংগ্রহীত

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102