শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭ অপরাহ্ন
১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ হেমন্তকাল, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঠাকুরগাঁওয়ের বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার চেষ্টা, যুবক আটক

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ১৫৩ Time View

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের একাংশ ভাঙার অভিযোগে নুর আলম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব চৌরাস্তা এলাকা থেকে আটক করা হয়।

আটক নুর আলম উপজেলার রঘুনাথপুর মহল্লার (মহিলা কলেজের পেছনে) হাসান আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে নুর আলম হঠাৎ পূর্ব চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালের বেদিতে উঠে ইট দিয়ে ম্যুরালের টাইলসে আঘাত করতে শুরু করে। এ সময় উপস্থিত লোকজন তাকে আটকাতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহয়তায় পুলিশ তাকে আটক করে।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় গণমাধ্যমকে জানান, নুর আলম বঙ্গবন্ধুর ম্যুরালটি ইট দিয়ে আঘাত করে। এতে ম্যুরালের একটি অংশ ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নুর আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ম্যুরালে হামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ম্যুরালে হামলাকারীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102