ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ মার্চ ২০২৫ আজকের নামাজের সময়সূচি ১৮ মার্চ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: ড. ইউনূস বাংলাদেশের হয়ে খেলতে সিলেটে পৌঁছেছেন হামজা চৌধুরী পুলিশের বিভিন্ন পর্যায়ের ১২৭ জন কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা দেশের ১২ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর চলতি মার্চ মাসের প্রথম ১৫ দিনে ১৬৫ কো‌টি ৬১ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা

ঠাকুরগাঁওয়ের বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার চেষ্টা, যুবক আটক

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১
  • ২২৪ Time View

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের একাংশ ভাঙার অভিযোগে নুর আলম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব চৌরাস্তা এলাকা থেকে আটক করা হয়।

আটক নুর আলম উপজেলার রঘুনাথপুর মহল্লার (মহিলা কলেজের পেছনে) হাসান আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে নুর আলম হঠাৎ পূর্ব চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালের বেদিতে উঠে ইট দিয়ে ম্যুরালের টাইলসে আঘাত করতে শুরু করে। এ সময় উপস্থিত লোকজন তাকে আটকাতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহয়তায় পুলিশ তাকে আটক করে।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় গণমাধ্যমকে জানান, নুর আলম বঙ্গবন্ধুর ম্যুরালটি ইট দিয়ে আঘাত করে। এতে ম্যুরালের একটি অংশ ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নুর আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ম্যুরালে হামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ম্যুরালে হামলাকারীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

ঠাকুরগাঁওয়ের বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার চেষ্টা, যুবক আটক

Update Time : ০৫:১৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের একাংশ ভাঙার অভিযোগে নুর আলম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব চৌরাস্তা এলাকা থেকে আটক করা হয়।

আটক নুর আলম উপজেলার রঘুনাথপুর মহল্লার (মহিলা কলেজের পেছনে) হাসান আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে নুর আলম হঠাৎ পূর্ব চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালের বেদিতে উঠে ইট দিয়ে ম্যুরালের টাইলসে আঘাত করতে শুরু করে। এ সময় উপস্থিত লোকজন তাকে আটকাতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহয়তায় পুলিশ তাকে আটক করে।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় গণমাধ্যমকে জানান, নুর আলম বঙ্গবন্ধুর ম্যুরালটি ইট দিয়ে আঘাত করে। এতে ম্যুরালের একটি অংশ ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নুর আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ম্যুরালে হামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ম্যুরালে হামলাকারীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।