টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টর’স গিল্ডের নির্বাচনে দ্বিতীয়বারের মতো সভাপতি পদে জিতলেন সালাহউদ্দিন লাভলু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সাগর। ডিজিটাল পদ্ধতিতে ভোটগণনার পর শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
টেলিভিশন নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড-এর নির্বাচন শুক্রবার বিএফডিসিতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় নাট্য পরিচালক সালাউদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক হিসেবে জয়ী হয়েছেন নির্মাতা কামরুজ্জামান সাগর।
নির্বাচনে সর্বোচ্চ ১৭০ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো ডিরেক্টরস গিল্ডের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন জনপ্রিয় এ অভিনেতা । অন্য দুই প্রার্থী অনন্ত হিরা পেয়েছেন ১৪৯ আর দীপু হাজরা পেয়েছেন মাত্র ১২ ভোট।
এদিকে সাধারণ সম্পাদক হিসেবে ১৭০ ভোট পেয়ে এই পদে জয়লাভ করেছেন এস এম কামরুজ্জামান সাগর। আর মাত্র ৯ ভোটের ব্যবধানে ১৬১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।