এবার তালা ভেঙে হলে ঢুকে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। ঢাবির শহীদুল্লাহ হলে ঘটেছে এ ঘটনা। সোমবার দুপুরে শহীদুল্লাহ হলের গেটের তালা ভেঙে ফেলেন তারা। একইসঙ্গে হলে অবস্থান নিয়ে সব হল খুলে দেওয়ার দাবিতে স্লোগানও দিচ্ছেন শিক্ষার্থীরা।
প্রাধ্যক্ষ ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, বিষয়টি শুনেছি। প্রক্টরের সঙ্গে কথা বলে সব বিষয় জানাচ্ছি।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। এরমধ্যে শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলের তারা ভেঙে হলে ঢুকে পড়েন। তাদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও তা মানছেন না।