হযরত খাজা মঈনউদ্দিন চিশতী হাসান সাঞ্জারী আল আজমেরী (রহ:) এর ৩৫ তম পবিত্র ওরস উপলক্ষে ২৮ জানুয়ারী তুলাগ্রাম দরবার শরীফ এ অনুষ্ঠিত হবে।
হযরত খাজা মঈনউদ্দিন চিশতী হাসান সাঞ্জারী আল আজমেরী (রহ:)এর ৩৫ তম পবিত্র ওরস শরীফ এ সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করবেন খানকায়ে কোরবানীয়া চিশতীয়া তুলাগ্রাম দরবার শরীফের পীর সাহেব শাহ্ সূফী আলহাজ্ব হযরত কোরবান আলী চিশতী নিজামী । ওরস শরীফে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার ইফতেখার হোসেন ইকু। প্রধান বক্তার বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ মুফতি মুহা. জহিরুল ইসলাম ফরিদী।বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিশিষ্ট লেখক ও গবেষক সাবেরীয়া দরবার শরীফের খাদেম আল্লামা সাজ্জাদ হোসেন রনি চিশতী সাবেরী ও হযরত মাও: এসকেন্দার আলী,সালথা। আরোজ গোজার পীরজাদা মো: সাহিদ মোল্লা চিশতী নিজামী ও পীরজাদা মো: নুরুল ইসলাম চিশতী নিজামী। মাহফিল শেষে নেওয়াজ বিতরন করা হবে।