মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৭:৩১ অপরাহ্ন
১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
পদার্থবিজ্ঞানে এ বছর নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী ফরিদপুরে বিএনপির বিভাগীয় রোডমার্চ মাফ পাওয়ার সুযোগ নাই।-আমির খসরু ফরিদপুরে বিএনপির রোর্ড মার্চের পথসভা জনসমুদ্রে পরিনত ‌র‍্যাব ভিসানীতি নিয়ে ভাবছে না: ‌র‍্যাব দুই দিন ভারী বর্ষণের পূর্বাভাস ক্রিকেট বিশ্বকাপের সোনালি ট্রফিতে কতটা সোনা-রুপা রয়েছে, ওজন কত, মূল্য কত? শাটডাউন এড়ালেও নির্বাচনকে ঘিরে মার্কিন অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব প্রকট হচ্ছে আজ জানা যাবে পদার্থবিজ্ঞানে এ বছর কে বা কারা নোবেল পাচ্ছেন ক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে রাতে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতের ২০২৪ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির নির্দেশ দিয়েছে মাউশি

দরিদ্রদের সহায়তার টাকা ‘জিটুপি’ পদ্ধতিতে সুবিধাভোগীর মোবাইল অ্যাকাউন্টে পাঠানো হবে

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ১৪৩ Time View

সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,  নগদ অর্থ সহায়তার মাধ্যমে দারিদ্র নিরসন ও বৈষম্য কমানোর লক্ষ্যে বিভিন্ন খাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এখন থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর টাকা মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে পাঠানো হবে। সে লক্ষ্যে বৃহস্পতিবার সরকার-প্রাইভেট পার্টনারশিপ-জিটুপি পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীদের কাছে ভাতা পাঠানোর জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান হিসেবে ‘নগদ’ ও ‘বিকাশ’ এবং সমাজসেবা অধিদপ্তরের মধ্যে চুক্তি স্বাক্ষর করা হয়।

সে লক্ষ্যে বৃহস্পতিবার সরকার-প্রাইভেট পার্টনারশিপ-জিটুপি পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীদের কাছে ভাতা পাঠানোর জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান হিসেবে ‘নগদ’ ও ‘বিকাশ’ এবং সমাজসেবা অধিদপ্তরের মধ্যে চুক্তি স্বাক্ষর করা হয়।
গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগ অনুমোদন করার পর এই চুক্তি স্বাক্ষর করা হলো। এরপর কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী আগামি ১৪ জানুয়ারি এই কার্যক্রমের উদ্বোধন করবেন।
সূত্রে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী গত আগস্টে দেশের আট বিভাগের আট ইউনিয়নে পরীক্ষামূলক এই কার্যক্রম শুরু করে সমাজসেবা অধিদপ্তর।
প্রাথমিক পর্যায়ে ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার কান্দি ইউনিয়ন, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা ইউনিয়ন, সিলেট বিভাগের দক্ষিণের সুরমা উপজেলপর লালাবাজার ইউনিয়ন, রংপুর বিভাগের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন, রাজশাহী বিভাগের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়ন, ভুলবার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়ন, বরিশাল বিভাগের ভোলা জেলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের মোট ১৩ হাজার ৮৮৫ জন ভাতাভোগীর মাঝে মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে ভাতা দেওয়ার সিদ্ধান্ত ছিল। সে উদ্যোগ এখন পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন হবে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে সুবিধাভোগীরা নিজের মোবাইল থেকে সহজে টাকা তুলতে পারবেন।
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ জানান, সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেশের ৮৮ লাখ ৫০ হাজার মানুষকে বিভিন্ন প্রকার ভাতা দিচ্ছে। নতুন বছরে সামাজিক নিরাপত্তার টাকা মোবাইলের মাধ্যমে দেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী এবং তার নির্দেশনা অনুযায়ী আমরা প্রায় এক কোটি মানুষকে সমাজকল্যাণের মাধ্যমে ভাতা দিচ্ছি। প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণে এই উদ্যোগ। প্রধানমন্ত্রী যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে সারাবিশ্বের দরবারে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তার আরেক নতুন ধারার সূচনা হলো এই উদ্যোগে।’
উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয় চারটি কর্মসূচির আওতায় ৪৯ লাখ মানুষকে বয়স্ক ভাতা, ২০ লাখ ৫০ হাজার মানুষকে বিধবা ও স্বামী নিগৃহীতাকে ভাতা, ১৮ লাখ প্রতিবন্ধী ভাতা, এক লাখ প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তির টাকা দেয়। মোট ৮৮ লাখ ৫০ হাজার সুবিধাভোগী রয়েছে, এতে টাকার পরিমাণ পাঁচ হাজার ৮৮৫ কোটি ৬৪ লাখ টাকা। এই সুবিধাভোগীদের এ বছর থেকে সরাসরি ‘জিটুপি’ পদ্ধতিতে সুবিধাভোগীর মোবাইল অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102