দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারো স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৮২৩ টাকা বাড়িয়ে এক লাখ ৪২ হাজার ২৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল রোববার (২৪ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।
এর আগে গত বৃহস্পতিবার এক হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা নির্ধারণ করা হয় স্বর্ণের দাম।
এরর আগে গত ২০ নভেম্বর আর এক দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় সব থেকে ভালোমানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় দুই হাজার ৯৪০ টাকা।
তার আগে ৫, ৮, ১৩ ও ১৫ নভেম্বর চার দফা স্বর্ণের দাম কমানো হয়। ৫ নভেম্বর ভালোমানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় এক হাজার ৩৬৫ টাকা, ৮ নভেম্বর কমানো হয় তিন হাজার ৪৫৩ টাকা, ১৩ নভেম্বর কমানো হয় দুই হাজার ৫১৯ টাকা এবং ১৫ নভেম্বর কমানো হয় এক হাজার ৬৮০ টাকা। ফলে চার দফায় ভালোমানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ৯ হাজার ১৭ টাকা।
চার দফা দাম কমানোর আগে ২০, ২৩ ও ৩১ অক্টোবর টানা তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। ভালোমানের প্রতি ভরি স্বর্ণের দাম ২০ অক্টোবর দুই হাজার ৬১২ টাকা, ২৩ অক্টোবর এক হাজার ৮৯০ টাকা এবং ৩১ অক্টোবর এক হাজার ৫৭৫ টাকা বাড়ানো হয়। এতে ৩১ অক্টোবর থেকে ভালোমানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় এক লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। দেশের বাজারে এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম।
এ রেকর্ড দাম হওয়ার পর ১০ দিনের মধ্যে চার দফায় স্বর্ণের দাম কমানো হয়। এখন আবার টানা তিন দফা দাম বাড়ানো হলো।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ এক লাখ ৪২ হাজার ২৬৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩৫ হাজার ৮০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৯৫ হাজার ৬৪৫ টাকায় বিক্রি করা হবে।
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।