দেশের মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘দেশের মানুষের ন্যায় বিচার নিশ্চিত করুন”
আজ ৪ নভেম্বর, বুধবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধনীতে এমন কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে অনুষ্ঠানে যুক্ত হন।
মামলার রায় দ্রুত দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ আইনের শাসন ও স্বাধীন বিচার বিভাগে বিশ্বাসী।’
স্বাধীনতার ঘোষণাপত্রকে সংবিধানের মূলভিত্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিকসহ সব মৌলিক চাহিদা পূরণ এবং সঠিক বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।’
বিচার বিভাগের স্বাধীনতার কথা বঙ্গবন্ধু উল্লেখ করে গেছেন মন্তব্য করেন সরকারপ্রধান বলেন, ‘বঙ্গবন্ধু প্রথম নারীদের বিচার বিভাগে আসার সুযোগ করে দেন।’
তিনি এসময় বলেন, ‘আমি ও আমার ছোট বোন রেহানা। আমাদের বিচার চাওয়া অধিকার ছিল না। রেহানার পাসপোর্ট দেয়নি। পাসপোর্টের মেয়াদ শেষ। সেটা রিনিউ করে দেয়নি। আমাদেরও কিন্তু বিচারের বাণী নিভৃতে কেঁদেছে। বিচার চাইতে পারিনি।’
বক্তব্যে শেখ হাসিনা বিচার বিভাগের বিষয়ে তার সরকার আন্তরিক উল্লেখ করে বিচারক নিয়োগ, দক্ষতা বৃদ্ধিসহ নানান পদক্ষেপও তুলে ধরেন।