ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশে করোনার ২৫ দিনে এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
  • ৪০৪ Time View

দেশে করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার (৪ মার্চ) অর্থাৎ গত ২৫ দিনে সারা দেশে এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জন।

এদের মধ্যে পুরুষ ২২ লাখ ৯৪ হাজার ৬৯ জন ও নারী ১২ লাখ ৮৭ হাজার ১০০ জন। টিকা গ্রহণকারী এই ব্যক্তিদের মধ্যে পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দিয়েছে ৮০৭ জনের। বৃহস্পতিবার (৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদফতর জানায়, আজ বৃহস্পতিবার টিকা নিয়েছেন এক লাখ ২১ হাজার ১০ জন। তাদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৮০০ জন ও নারী ৪৮ হাজার ২১০ জন। আজ বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সারা দেশ থেকে টিকার জন্য নিবন্ধন করেছেন ৪৭ লাখ ৭০ হাজার ৯৫৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোট টিকা নেওয়া ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১১ লাখ ১২ হাজার ৩৫ জন, ময়মনসিংহ বিভাগের এক লাখ ৫১ হাজার ৫৮৪ জন, চট্টগ্রাম বিভাগের সাত লাখ ৬৯ হাজার ১৫৩ জন, রাজশাহী বিভাগের তিন লাখ ৮৯ হাজার ৩১৬ জন, রংপুর বিভাগের তিন লাখ ২৭ হাজার ৩২৬ জন, খুলনা বিভাগের চার লাখ ৫৫ হাজার ৩৯৭ জন, বরিশাল বিভাগের এক লাখ ৬৫ হাজার ১৮৯ জন এবং সিলেট বিভাগের দুই লাখ ১১ হাজার ১৬৯ জন।

গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মাধ্যমে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর দেশে গত ৭ ফেব্রুয়ারি করোনার গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। উদ্বোধনের পর টিকা পেতে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে আবেদন করতে হয়। করোনার টিকা নিতে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধন করতে হয় ‘সুরক্ষা’ নামক ওয়েব পোর্টালে http://www.surokkha.gov.bd

Tag :
জনপ্রিয়

দেশে করোনার ২৫ দিনে এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জন

Update Time : ০৫:৪৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১

দেশে করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার (৪ মার্চ) অর্থাৎ গত ২৫ দিনে সারা দেশে এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জন।

এদের মধ্যে পুরুষ ২২ লাখ ৯৪ হাজার ৬৯ জন ও নারী ১২ লাখ ৮৭ হাজার ১০০ জন। টিকা গ্রহণকারী এই ব্যক্তিদের মধ্যে পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দিয়েছে ৮০৭ জনের। বৃহস্পতিবার (৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদফতর জানায়, আজ বৃহস্পতিবার টিকা নিয়েছেন এক লাখ ২১ হাজার ১০ জন। তাদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৮০০ জন ও নারী ৪৮ হাজার ২১০ জন। আজ বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সারা দেশ থেকে টিকার জন্য নিবন্ধন করেছেন ৪৭ লাখ ৭০ হাজার ৯৫৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোট টিকা নেওয়া ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১১ লাখ ১২ হাজার ৩৫ জন, ময়মনসিংহ বিভাগের এক লাখ ৫১ হাজার ৫৮৪ জন, চট্টগ্রাম বিভাগের সাত লাখ ৬৯ হাজার ১৫৩ জন, রাজশাহী বিভাগের তিন লাখ ৮৯ হাজার ৩১৬ জন, রংপুর বিভাগের তিন লাখ ২৭ হাজার ৩২৬ জন, খুলনা বিভাগের চার লাখ ৫৫ হাজার ৩৯৭ জন, বরিশাল বিভাগের এক লাখ ৬৫ হাজার ১৮৯ জন এবং সিলেট বিভাগের দুই লাখ ১১ হাজার ১৬৯ জন।

গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মাধ্যমে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর দেশে গত ৭ ফেব্রুয়ারি করোনার গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। উদ্বোধনের পর টিকা পেতে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে আবেদন করতে হয়। করোনার টিকা নিতে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধন করতে হয় ‘সুরক্ষা’ নামক ওয়েব পোর্টালে http://www.surokkha.gov.bd