দেশে টিকা আমদানিতে অগ্রিম আয়কর বা এআইটি প্রত্যাহার করেছে সরকার। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
ফলে করোনাসহ যে কোন ভাইরাসের টিকা আমদানি পর্যায়ে কোন ধরণের অগ্রিম কর পরিশোধ করতে হবে না। এতদিন বেসরকারি পর্যায়ে যে কোন ধরনের টিকা আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর পরিশোধ করতে হতো।
করোনা ভাইরাস প্রতিরোধে সরকার দেশব্যাপী মানুষকে বিনামূল্যে টিকা দিয়ে যাচ্ছে। এজন্য বিপুল পরিমাণ টিকা বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। ফলে অগ্রিম আকরের ইস্যুটি সামনে চলে এসেছে।