সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় সারা দেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। আরো তিনদিন এ বৃষ্টিপাত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী ৬ জুলাইয়ের পর থেকে সারা দেশে বৃষ্টি কমতে পারে। সেই সঙ্গে সারা দেশে গরমের তীব্রতা বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।
বুধবার (৩ জুলাই) আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুলাই মাসে স্বাভাবিকভাবে বৃষ্টি বেশি হয়। তবে এবার স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত হলেও জলীয় বাষ্পের কারণে গরমের অনুভূতি বাড়তে পারে।
তিনি আরো বলেন, গত কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও ভারী ও অতিভারী বৃষ্টিপাত হলেও আগামী এক সপ্তাহের মধ্যে লঘুচাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
আবহাওয়ার পূর্বাভাসে আগামী ৫ ও ৬ তারিখ রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার চট্টগ্রাম, বরিশাল, খুলনা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৬টা পর্যন্ত) সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিনাজপুরে ১২৭ মিলিমিটার। এই সময়ে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল ভোলায়, ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সবচেয়ে কম তাপমাত্রা ছিল বান্দরবানে, ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।