ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
নিউজিল্যান্ডে বাংলাদেশের নতুন একটি হাইকমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ বারবার ব্যাংক ঋণে সুদহার বৃদ্ধিতে চরম সংকটে পড়েছে বেসরকারি খাতের উদ্যোক্তারা নভেম্বরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১৩. ৮০ শতাংশ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতমূলক পরিবেশের কারণ মার্কিন যুক্তরাষ্ট্র: পুতিন শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত ভারতের চিকিৎসকদের ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যেই ক্ষমতাচ্যুত হচ্ছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে গাজা উপত্যকার ‘সেফ জোন’ লক্ষ্য করে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, ‘পুড়ে ছাই’ নারী-শিশুসহ ২০ জন পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগে তিনজনকে আটক

ধর্মঘট প্রত্যাহার, ৬ ঘণ্টা সারা দেশে নৌচলাচল শুরু

রাজধানীর সদরঘাট থেকে দেশের বিভিন্ন রুটে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন নৌযান শ্রমিকরা। সোমবার রাত পৌনে ৮টার দিকে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক এ তথ্য জানান। এর আগে দুই লঞ্চ মাস্টারের জামিন বাতিলের প্রতিবাদে দুপুরে এ ধর্মঘটের ডাক দেন নৌযান শ্রমিকরা।
গত বছল চাঁদপুরের হরিনাঘাটে অ্যাডভেঞ্চার-১ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। কেউ মারা না গেলেও লঞ্চ দুটি ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়।  এ ঘটনায় মেরিন আদালতে মামলা হয়েছিল।  সেই মামলায় দুই লঞ্চের মাস্টার রুহুল আমিন ও আলমাস জামিনে ছিলেন।

তিনি বলেন, সোমবার রাতে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের কমোডর গোলাম সাদেকসহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নৌযান শ্রমিক ফেডারেশনের সভা হয়। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ভার্চুয়ালি ওই সভায় অংশগ্রহণ করেন। তিনি মঙ্গলবার কারাবন্দি দুই নৌযান শ্রমিকের জামিনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ আশ্বাসে নৌযান শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে রাত ৯টায় কাজে যোগদান করেছেন।

রাত সাড়ে ৯টায় বরিশাল নৌবন্দরে গিয়ে দেখা যায়, মাঝ নদীতে নোঙ্গর করে রাখা ঢাকা-বরিশাল রুটের লঞ্চগুলো পন্টুনে আসতে শুরু করেছে। নৌযানের মাস্টার-ড্রাইভাররা জানান, তারা যাত্রী নিয়ে ঢাকায় রওনা হবেন। তবে পন্টুনে যাত্রী ছিল খুবই কম।

উল্লেখ্য, সোমবার দুপুরে ঢাকা মেরিন আদালতে ঢাকা-বরিশাল রুটের অ্যাডভেঞ্চার-১ লঞ্চের মাস্টার জামাল হোসেন ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মাস্টার রূহুল আমিনের জামিন বাতিল হওয়ায় দুপুর দেড়টায় ঢাকা থেকে সারাদেশের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের বরিশাল জেলা সভাপতি মাস্টার মো. হাশেম জানান, গতবছর শীত মৌসুমে ঘন কুয়াশায় মেঘনায় দিক হারিয়ে অ্যাডভেঞ্চার-১ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষ হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় দু’টি লঞ্চের ৪ জন মাস্টার-ড্রাইভারের সনদ স্থগিত রাখা হয়। তাদের বিরুদ্ধে মেরিন আদালতে মামলাও হয়েছে। সোমবার মামলার পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী মাস্টার জামাল হোসেন ও মাস্টার রূহুল আমিন ঢাকায় মেরিন আদালতে হাজির হন। পরে তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ খবরে অন্যান্য নৌযান শ্রমিকরা দূরপাল্লা রুটের নৌযান চলাচল বন্ধ করে দেন।

Tag :
জনপ্রিয়

নিউজিল্যান্ডে বাংলাদেশের নতুন একটি হাইকমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ

ধর্মঘট প্রত্যাহার, ৬ ঘণ্টা সারা দেশে নৌচলাচল শুরু

Update Time : ০৪:৩২:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
রাজধানীর সদরঘাট থেকে দেশের বিভিন্ন রুটে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন নৌযান শ্রমিকরা। সোমবার রাত পৌনে ৮টার দিকে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক এ তথ্য জানান। এর আগে দুই লঞ্চ মাস্টারের জামিন বাতিলের প্রতিবাদে দুপুরে এ ধর্মঘটের ডাক দেন নৌযান শ্রমিকরা।
গত বছল চাঁদপুরের হরিনাঘাটে অ্যাডভেঞ্চার-১ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। কেউ মারা না গেলেও লঞ্চ দুটি ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়।  এ ঘটনায় মেরিন আদালতে মামলা হয়েছিল।  সেই মামলায় দুই লঞ্চের মাস্টার রুহুল আমিন ও আলমাস জামিনে ছিলেন।

তিনি বলেন, সোমবার রাতে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের কমোডর গোলাম সাদেকসহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নৌযান শ্রমিক ফেডারেশনের সভা হয়। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ভার্চুয়ালি ওই সভায় অংশগ্রহণ করেন। তিনি মঙ্গলবার কারাবন্দি দুই নৌযান শ্রমিকের জামিনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ আশ্বাসে নৌযান শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে রাত ৯টায় কাজে যোগদান করেছেন।

রাত সাড়ে ৯টায় বরিশাল নৌবন্দরে গিয়ে দেখা যায়, মাঝ নদীতে নোঙ্গর করে রাখা ঢাকা-বরিশাল রুটের লঞ্চগুলো পন্টুনে আসতে শুরু করেছে। নৌযানের মাস্টার-ড্রাইভাররা জানান, তারা যাত্রী নিয়ে ঢাকায় রওনা হবেন। তবে পন্টুনে যাত্রী ছিল খুবই কম।

উল্লেখ্য, সোমবার দুপুরে ঢাকা মেরিন আদালতে ঢাকা-বরিশাল রুটের অ্যাডভেঞ্চার-১ লঞ্চের মাস্টার জামাল হোসেন ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মাস্টার রূহুল আমিনের জামিন বাতিল হওয়ায় দুপুর দেড়টায় ঢাকা থেকে সারাদেশের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের বরিশাল জেলা সভাপতি মাস্টার মো. হাশেম জানান, গতবছর শীত মৌসুমে ঘন কুয়াশায় মেঘনায় দিক হারিয়ে অ্যাডভেঞ্চার-১ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষ হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় দু’টি লঞ্চের ৪ জন মাস্টার-ড্রাইভারের সনদ স্থগিত রাখা হয়। তাদের বিরুদ্ধে মেরিন আদালতে মামলাও হয়েছে। সোমবার মামলার পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী মাস্টার জামাল হোসেন ও মাস্টার রূহুল আমিন ঢাকায় মেরিন আদালতে হাজির হন। পরে তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ খবরে অন্যান্য নৌযান শ্রমিকরা দূরপাল্লা রুটের নৌযান চলাচল বন্ধ করে দেন।